
কলকাতা: শীত যে আর বেশি দূরে নেই সেই পূর্বাভাস যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে। নভেম্বরের শুরু থেকেই হাওয়াটা দ্রুত বদলাতে শুরু করেছে। উত্তর পশ্চিমের শীতল হাওয়াও ধীরে ধীরে বইতে শুরু করেছে। বিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতর বলছে আগামী দুই থেকে তিনদেনর মধ্যে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত কমে যেতে পারে।
এই মুহূর্তে শ্রীনিকেতনের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আসানসোলের পারা সেখানে ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পুরুলিয়াতে ১৭ ডিগ্রি সেলসিয়াস। মালদহতেও তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের এদিকে-ওদিকে ঘোরাফেরা করছে।
খুব সকালে কমবেশি সব জেলাতেই হালকা কুয়াশার দাপট দেখা যাচ্ছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে কুয়াশার দাপট তুলনামূলকভাবে একটু বেশি। উপকূল সংলগ্ন জেলাগুলিতেও একই ছবি। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রার ক্ষেত্রেও বড়সড় পারাপতন দেখা যেতে পারে। যা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। সকালে হালকা কুয়াশার দেখা মিলতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই। পার্বত্য এলাকায় তুলনামূলকভাবে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। মোটের উপর আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে।