কলকাতা: ঝড়-বৃষ্টিতে পিছু হটল গরম। সপ্তাহান্তে মনোরম আবহাওয়া। দিনকয়েক আগে তাপপ্রবাহ থাবা বসিয়েছিল বাংলায়। পুরুলিয়ার পারদ পৌঁছয় ৪০ ডিগ্রি সেলসিয়াসে! সেই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা নামল ২৪.৩ ডিগ্রিতে। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি, শ্রীনিকেতন ২৬ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৯-১০ ডিগ্রি কম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশপাশে। তবে সোমবার থেকে আবার গরম বাড়বে বলেই জানাচ্ছেন আবহাওয়া দফতরের কর্তারা। অবশ্য আগামী সপ্তাহেই তাপপ্রবাহের আশঙ্কা নেই।
তাপপ্রবাহের হাত থেকে মুক্তিতে স্বস্তি মিললেও মন কিন্তু আজ বেশ ভার ক্রিকেটপ্রেমীদের। কারণ এদিনই আবার IPL-এর উদ্বোধনী ম্যাচ। তাও আবার ঘরের ইডেন গার্ডেন্সে। সম্মুখসমরে কলকাতা-বেঙ্গালুরু। কিন্তু, সকাল থেকেই দমকা হাওয়া কলকাতায়। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি। শনিবার দিনভর কলকাতায় থাকছে হলুদ সতর্কতা। তাই ম্যাচের মাঝে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একইসঙ্গে এদিন ঝড়-বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গেও। বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবারও। সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির আশা করছেন আবহাওয়াবিদরা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৯০ শতাংশের মধ্যে। তবে ঢাক গুড়গুড় যতই হোক আবহাওয়া দফতর বলছে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র ২.৫ মিলিমিটার।