কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সাতসকালে এজেসি বোস ফ্লাইওভারে দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরানো হচ্ছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িদুটিকেও।
জানা গিয়েছে, এজেসি বোস ফ্লাইওভার ধরে পিটিএস থেকে সেক্টর ফাইভের দিকে আসছিল টাটা সুমো। গাড়িতে ছিলেন তথ্য প্রযুক্তি সংস্থার ৯-১০জন কর্মী। হঠাৎই উল্টোদিক থেকে চলে আসে একটি টাটা নেক্সন গাড়ি। দ্রুতগতিতে এসে ধাক্কা মারে গাড়িটি।
দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িরই গতি বেশি ছিল। সংঘর্ষ এত জোরে হয় যে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট গাড়িটি। সামনের সিটে এয়ারব্য়াগও বেরিয়ে এসেছে। এই দেখেই বোঝা যাচ্ছে সংঘর্ষের অভিঘাত কতটা বেশি ছিল। তথ্য প্রযুক্তির সংস্থার কর্মীরা যেমন আহত হয়েছেন, তেমন উল্টোদিক থেকে আসা গাড়ির চালক ও যাত্রীও আহত হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর বলেই জানা গিয়েছে।
আইটি সংস্থার গাড়ির চালকের দাবি, নেক্সন গাড়িটি ভুল দিক থেকে আসছিল। পার্ক সার্কাসের দিক থেকে ফ্লাইওভারে ওঠে গাড়িটি। ভুল লেনে ঢুকে সজোরে এসে ধাক্কা মারে টাটা সুমোয়। চালকের দাবি, উল্টো দিক থেকে আসা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সরানো হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেও।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)