Kolkata Book Fair: ১৮ জানুযারি শুরু কলকাতা বইমেলা, থিম ‘গ্রেট ব্রিটেন’

Sucharita De | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 28, 2023 | 5:38 PM

Kolkata Book Fair: বইমেলা যে এবার অন্যান্যবারের তুলনায় এগিয়ে আসবে, সে কথা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষণা হল দিন। ১৪ দিন ধরে চলবে বইমেলা। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে।

Kolkata Book Fair: ১৮ জানুযারি শুরু কলকাতা বইমেলা, থিম গ্রেট ব্রিটেন
কলকাতা বইমেলা (ফাইল ছবি)
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: বইপ্রেমী বাঙালির অপেক্ষার অবসান। ঘোষণা হল ২০২৪-এর আন্তর্জাতিক বইমেলার দিন। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর থিম কান্ট্রি হচ্ছে গ্রেট ব্রিটেন। মঙ্গলবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর তরফ থেকে বইমেলার দিন ঘোষণা করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থার সঙ্গে বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাও এবার অংশগ্রহণ করছে বইমেলায়। থাকছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু ও কলম্বিয়ার মতো দেশও। প্রায় ১২ বছর পর এবার আসছে জার্মানি।

মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যান্ড্রু ফ্লেমিং। গিল্ড-এর সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় ও গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দের উপস্থিতিতে এদিন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা। সেই কারণেই এবার বইমেলার সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে।

Next Article