
কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। তা সত্যি করেই নামছে শহর কলকাতার পারদ। হাওয়া অফিস বলছে রবিবার কলকাতার পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাবে। যদিও আগে বলা হয়েছিল সপ্তাহান্তে তা ১৫ ডিগ্রিতেও নামতে পারে। শুধু কলকাতা নয়, আসপাশের জেলাগুলিতেও দ্রুত নামছে পারদ। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস বা তার কিছু নিচে নেমে যেতে পারে। আগামী কয়েকদিন এই অবস্থাই থাকবে। তবে নতুন সপ্তাহের শেষভাগে ফের চড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে উইকেন্ডে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে যেতে পারে। তবে আবার যে গরমের দাপট বেড়ে যাবে এমনটা নয়।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনাই নেই। উত্তরের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ছবিটা কিছুটা উল্টোই থাকছে।
তবে এরইমধ্যে আবার বঙ্গোপসাগরে নতুন সিস্টেমের জন্য হয়েছে। এক্কেবারে জোড়া নিম্নচাপ। আবহাওয়া দফতর বলছে মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিছু সময়ের মধ্যেই এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পাশাপাশি আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কার উপকূল এলাকায়। তবে দুই নিম্নচাপের কোনওটারই প্রভাব বাংলায় থাকছে না।