
কলকাতা: প্রত্যেকবারই দোল এবং হোলির (Holi) দিন মেট্রো পরিষেবায় কিছু রদবদল হয়। বাংলায় মূলত ছুটির দিন হিসেবেই গন্য হয় দোল এবং হোলি। এ বছর বুধবার রয়েছে দোল আর বৃহস্পতিবার হোলি। এই দুদিনই মেট্রো পরিষেবায় রদবদল হচ্ছে।
দোলের দিন অর্থাৎ ৭ মার্চ, বুধবার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর রুটে ২৮৮ টি-র পরিবর্তে ৬০ টি মেট্রো চলবে। যার মধ্যে ৫৮ টি মেট্রোর গন্তব্য হবে দক্ষিণেশ্বর এবং দুটি মেট্রোর গন্তব্য হবে দমদম।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো চলবে সকাল দুপুর ২ টো ৩০ মিনিটে। প্রতিদিন সকাল ৬ টা ৫০ মিনিটে এই রুটে প্রথম মেট্রো ছাড়ে। দমদম থেকে কবি সুভাষের দিকেও প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে শুরু হবে দুপুর ২ টো ৩০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের দিতে যেতে চাইলেও দুপুর ২ টো ৩০ মিনিটের আগে কোনও মেট্রো পাওয়া যাবে না। দক্ষিণেশ্বর থেকে দমদম যাওয়ার প্রথম মেট্রোও মিলবে দুপুর ২ টো ৩০ মিনিটে।
দুই প্রান্ত অর্থাৎ কবি সুভাষ থেকে দমদম বা দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর অথবা দমদম থেকে শেষ মেট্রো পরিষেবার সময় একই থাকছে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ৪০ মিনিটে।
হোলির দিন অর্থাৎ ৮ মার্চও কম সংখ্যায় চলবে মেট্রো। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ২৮৮ -র পরিবর্তে ১৮৮ টি মেট্রো চলবে, যার মধ্যে ১৬৪ টি মেট্রোর শেষ গন্তব্য হবে দক্ষিণেশ্বর। ২৪ টি মেট্রোর শেষ গন্তব্য হবে দমদম। পরিষেবা শুরু অথবা শেষ হবে দোলের দিনের মতোই।
ওই দুদিন বেশির ভাগ সরকারি বা বেসরকারি দফতর বন্ধ থাকলেও অনেক কর্মস্থল খোলা থাকে। সেই সব যাত্রীদের মূলত সমস্যা হবে।