Kolkata Metro: ইস্টবেঙ্গলের পুরো ম্যাচ দেখুন, চিন্তা নেই আপনার অপেক্ষায় থাকবে মেট্রো

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Sep 25, 2023 | 3:41 PM

Salt Lake Stadium: সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকেই ছাড়বে এই স্পেশাল মেট্রোগুলি। প্রথমটি ছাড়বে রাত সাড়ে দশটায়। সেটি শিয়ালদহ মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১০ টা ৩৭ মিনিটে। দ্বিতীয় স্পেশাল মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে রাত ১০ টা ৪০ মিনিটে।

Kolkata Metro: ইস্টবেঙ্গলের পুরো ম্যাচ দেখুন, চিন্তা নেই আপনার অপেক্ষায় থাকবে মেট্রো
ম্যাচ শেষে রাতে স্পেশাল মেট্রো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: আইএসএল-এর মরশুমে ফুটবলপ্রেমীদের জন্য বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। আজ (সোমবার) রাতে যুবভারতীতে জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। রাত আটটা থেকে ম্যাচ শুরু। কিন্তু এখন থেকেই সমর্থকরা যুবভারতীমুখী। লাল-হলুদের ভিড়ে গ্যালারি উপচে পড়বে আজ। ম্যাচ শেষ হতে হতে রাত প্রায় ১০টা। প্রিয় দলের হয়ে গলা ফাটিয়ে এত রাতে কীভাবে বাড়ি ফিরবেন সমর্থকরা? সেই মুশকিল আসানে এবার এগিয়ে এল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আইএসএল-এর হাড্ডাহাড্ডি ম্যাচ শেষে দর্শকদের জন্য অপেক্ষায় থাকবে স্পেশাল মেট্রো।

সোমবার গভীর রাতে ম্যাচ শেষের পর একজোড়া স্পেশাল মেট্রো চলবে ইস্ট-ওয়েস্ট লাইনে। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকেই ছাড়বে এই স্পেশাল মেট্রোগুলি। প্রথমটি ছাড়বে রাত সাড়ে দশটায়। সেটি শিয়ালদহ মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছবে রাত ১০ টা ৩৭ মিনিটে। দ্বিতীয় স্পেশাল মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম থেকে ছাড়বে রাত ১০ টা ৪০ মিনিটে। ম্যাচ ফেরত দর্শকদের নিয়ে দ্বিতীয় স্পেশাল মেট্রোটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে রাত ১০ টা ৪৭ মিনিটে। মাঝে ফুলবাগান স্টেশনে থামবে উভয় মেট্রোই। দর্শকদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে সল্টলেক স্টেডিয়াম ও ফুলবাগান উভয় মেট্রো স্টেশনেই টিকিট কাউন্টার খোলা থাকবে। ফলে স্মার্ট কার্ড যদি কারও সঙ্গে নাও থাকে, টোকেন কেটেও যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে যখনই কোনও বড় ম্যাচ হয়েছে, বাড়তি পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। গত পরশু মোহনবাগান বনাম পঞ্জাব এফসির ম্যাচের রাতেও স্পেশাল মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল ইস্ট-ওয়েস্ট রুটে। আর এবার ইস্টবেঙ্গল ম্যাচ শেষেও যাতে দর্শকরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তা নিশ্চিত করতে এক জোড়া স্পেশাল মেট্রো চালানো হবে।