
কলকাতা: সোমবার অনেক কম মেট্রো চলবে শহরে। গান্ধী জয়ন্তী উপলক্ষে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে ও সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ লাইনে উভয় রুটেই অনেক কম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সাধারণ দিনগুলিতে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে ২৮৮টি মেট্রো পরিষেবা চালু থাকে। আগামী সোমবার তা কমে যাবে ২৩৪টি পরিষেবায়। আপ-ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো ছুটবে ওই দিনে। একইসঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনেও অনেক কম মেট্রো চলাচল করবে। সাধারণ দিনগুলিতে যেখানে আপ-ডাউন মিলিয়ে ১০৬টি মেট্রো চলাচল করে সেক্টর ফাইভ-শিয়ালদহ স্টেশনে, সেখানে ৯০টি মেট্রো চালানো হবে আগামী রবিবার। জোকা-তারাতলা রুটে কোনও মেট্রো চলবে না ওই দিন।
দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে আপ ও ডাউন উভয় দিকেই ১১৭টি করে মেট্রো পরিষেবা চালু থাকবে সারাদিনে। অন্যদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে আপ ও ডাউনে ৪৫টি করে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়ের ক্ষেত্রে কোনও বদল হবে না। দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও সেক্টর ফাইভ-শিয়ালদহ উভয় রুটেই স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই প্রথম মেট্রো ও শেষ মেট্রো চলবে। সকালে দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫০ মিনিটে, দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬ টা ৫০ মিনিটে এবং দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম ট্রেন ছাড়বে ৬টা ৫৫ মিনিটে।
একইরকমভাবে শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে ও কবি সুভাষ (দক্ষিণেশ্বরগামী) থেকে ছাড়বে রাত সাড়ে ৯টায়। দমদম থেকে কবি সুভাষের দিকে শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনেও শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে শেষ মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
প্রথম মেট্রো ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল না করা হলেও, মাঝে অনেকগুলি মেট্রোই চলবে না। সেক্ষেত্রে দু’টি মেট্রো পরিষেবার মাঝের ব্যবধানও বাড়বে। তাই যদি আপনার কোথাও যাওয়ার হয়, তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে বেরোন।