
মহেশতলা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন বদলাতে হবে সিরিটি মহাশ্মশানের হাল। মমতার সেই নির্দেশ মেনেই এবার হাল ফিরল শ্মশানের। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়। মন্দিরের পাশেই গঙ্গাজলের পুকুর। যেখানে অস্থি বিসর্জন দিয়ে পাশেই সবুজ পার্কে ঘুরে আসতে পারেন। প্রিয়জনকে বিদায় জানানোর পর্বে আত্মীয় বন্ধুদের জন্য মহাশ্মশান প্রায় প্রস্তুত সিরিটিতে। উদ্যোগ কলকাতা পুরসভার। আজ কলকাতা পুরসভার মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদ সহ স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য বিভাগের আধিকারিকেরা পরিদর্শন করেন। কাজের অগ্রগতিতে সন্তুষ্ট মেয়র।
বস্তুত, ঋতুপর্ণ ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে সিরিটি মহাশ্মশানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ দেন, বদলাতে হবে সিরিটি মহাশ্মশানের হাল। তৎপর হয় কলকাতা পৌরসভা। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় কেনা হয় শ্মশান সংলগ্ন প্রায় ১৪ কাঠা জমি। জানা গিয়েছে, দু’কোটি টাকায় কেনা হয়েছে ওই ১৪ কাঠা জমিটি।
শ্মশানের সংস্কারে সাড়ে ৮ কোটি টাকা খরচ কলকাতা পৌরসভার। সিরিটি মহাশ্মশানে থাকবে চারটি বৈদ্যুতিন চুল্লি। এছাড়াও একটি পরিবেশ বান্ধব কাঠের চুল্লি। শ্মশান বন্ধুদের প্রতীক্ষার জন্য থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়। শ্মশান চত্বরে থাকছে মন্দির এবং তার পাশেই গঙ্গা জলের পুষ্করিনী।