ওয়াইন আর ভদকার সঙ্গে মধু মিশিয়ে নেশা করতেন বলি অভিনেত্রী আরিয়া! তার জেরেই কি মৃত্যু?

নেশা করতে করতেই পাশে ঘরে উঠে এসেছিলেন। কোনওভাবে পড়ে যান তিনি, তাঁর রক্ত বমি হয়।

ওয়াইন আর ভদকার সঙ্গে মধু মিশিয়ে নেশা করতেন বলি অভিনেত্রী আরিয়া! তার জেরেই কি মৃত্যু?
বলি অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Follow Us:
| Updated on: Dec 12, 2020 | 4:21 PM

কলকাতা: ওয়াইনের সঙ্গে ভদকা আর তার সঙ্গে মধু- তিনটে মিশিয়ে নেশা করতেন অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায় (Aria Banerjee)। যোধপুর পার্কের অভিজাত আবাসনে বলি অভিনেত্রীর রহস্যমৃত্যুর তদন্তে নেমে এই তথ্যই উঠে এসেছে গোয়েন্দাকর্তাদের হাতে। তদন্তকারীরা বলছেন, এটা একটা বিশেষ ধরনের নেশা। যার ফলে শরীরে ‘সিনার্জিক এফেক্ট’ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে সিনার্জিক এফেক্ট তৈরি হলে নেশার মাত্রা কয়েক গুণ বেড়ে যায়।

তদন্তকারীরা আরও দেখেছেন, আরিয়ার মুখের মধ্যে ছিল গুটকা, তামাক। ফ্ল্যাটের যে ঘর থেকে আরিয়ার দেহ উদ্ধার হয়. সেখানে পড়েছিল অর্ধেক মদ ভর্তি একটি গ্লাস। রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল মেঝেতে। তবে যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে, তার পাশের ঘরে বসেই নেশা করছিলেন আরিয়া। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা মনে করছেন, একাই নেশা করছিলেন আরিয়া। নেশা করতে করতেই পাশে ঘরে উঠে এসেছিলেন। কোনওভাবে টাল সামলাতে না পেরে পড়ে যান তিনি, তাঁর রক্ত বমি হয়। অতিরিক্ত নেশার কারণেই মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

তবে অনান্য দিকগুলোও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফ্ল্যাটের মূল দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। তবে সেই দরজাটি ভিতর থেকে বন্ধ থাকলেও একটি বিশেষ উপায়ে বাইরে থেকে খোলা যেত। সেটা অবশ্য পরিচিত ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয়। শুক্রবার পরিচারিকা প্রথমে ফোন করেন অভিনেত্রীকে। তাঁর বয়ান অনুযায়ী, ফোন সুইচ অফ ছিল। এরপর তিনি ফ্ল্যাটে এসে বেল টেপেন। তাতেও মেলে না সাড়া। আগেরদিন রান্নাও করতে বারণ করেছিলেন আরিয়া।  অভিনেত্রীর পরিচারিকা বাইরে থেকে দরজা কীভাবে খুলতে হয়, তা জানতেন। সেভাবেই দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন, মেঝেতে অভিনেত্রীর দেহ পড়ে রয়েছে। ওই ঘরেই রাখা ছিল বাইরে থেকে আনানো খাবার। কিন্তু সেই প্যাকেট খোলা হয়নি।

পরিচারিকা তদন্তকারীদের জানিয়েছেন, অভিনেত্রী খুবই কম কথা বলতেন। তিনি আসলে আরিয়া তাঁর নিজের ঘরে চলে যেতেন। পোষ্যের সঙ্গেই বেশি সময় কাটাতেন তিনি। তবে তাঁর ফ্ল্যাটে বাইরে থেকে খুব বেশি বন্ধুবান্ধবও আসতে দেখেননি তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে. কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন আরিয়া। তাঁর হেপাটাইটিস বি-র চিকিত্সা চলছিল।

আরও পড়ুন: বলিউড অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার যোধপুর পার্কের আবাসনে , মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আরিয়া। যার মধ্যে অন্যতম ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘ডার্টি পিকচার’। অভিনেত্রীর রহস্যমৃত্যু সাড়া ফেলেছে সিনেমহলেও। পুলিস আপাতত সব কটি দিকই খতিয়ে দেখছে। এটি খুন কিনা সেটাও তলিয়ে দেখছেন তদন্তকারীরা।