বলিউড অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার যোধপুর পার্কের আবাসনে , মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
যোধপুর পার্কের ফ্ল্যাটে একাই থাকতেন ওই অভিনেত্রী। দীর্ঘক্ষণ ডাকার পরেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখা যায়, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন আরিয়া। নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছে।
কলকাতা: শহরে রহস্যমৃত্যু। যোধপুর পার্কের আবাসন থেকে উদ্ধার হল বলিউড অভিনেত্রীর দেহ। আরিয়া বন্দ্যোপাধ্যায় (৩৫) নামক ওই বলিউড অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।
পুলিস সূত্রে খবর, ৩৪৬ নম্বর যোধপুর পার্কের ফ্ল্যাটে একাই থাকতেন ওই অভিনেত্রী। অন্যান্য দিনের মতো শুক্রবার দুপুরেও পরিচারিকা এসে বেল বাজান, কেউ দরজা না খুললে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ ডাকার পরেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের খবর দেন পরিচারিকা। সকলে মিলে একপ্রকার দরজা ভেঙেই ঘরে ঢোকেন। ভিতরে ঢুকতেই দেখা যায়, মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই অভিনেত্রী। এরপরেই লেক গার্ডেন্স থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই অভিনেত্রীর। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
সূত্র মারফত জানা গিয়েছে, ঘরে ঢুকে দেখা যায়, অভিনেত্রীর নাক-মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। তাঁর মৃত্যুর কারণ ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণ জানতে ইতিমধ্যেই পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে ফোনের কল রেকর্ডও।
প্রাথমিক তদন্তে পুলিস জানায়, মাদকাসক্ত ছিলেন ওই অভিনেত্রী। তাঁর ঘর থেকে বহু মদের বোতলও উদ্ধার হয়েছে। তিনি অবসাদে ভুগছিলেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে না উলেন রায়ের, জানাল জেলা আদালত
এদিন ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন। প্রাথমিক তদন্তে অনুমান, মাদকাসক্ত অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরিয়ার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। তিনি পন্ডিত নিখিল বন্দোপাধ্যায়ের ছোট মেয়ে। আরিয়ার দিদি থাকেন সিঙ্গাপুরে। সঙ্গীত জগতের সঙ্গে কোনওদিনই যোগাযোগ ছিল না আরিয়ার। কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তিনি মুম্বইতেই থাকতেন, সম্প্রতি মা মারা যাওয়ার পর কলকাতার যোধপুর পার্কের ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন তিনি।
আরিয়া “এলএসডি:লাভ, সেক্স ওউর ধোঁকা”, “দ্য ডার্টি পিকচার” সহ নানা হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। জনপ্রিয় টিভি শো “সাবধান ইন্ডিয়া”-তেও অভিনয় করেছেন তিনি।
আরিয়ার আকস্মিক মৃত্যুর খবর শুনে তবলা বাদক অনুব্রত চট্টোপাধ্যায় বলেন, “আরিয়া ক্লাসিক্যাল সঙ্গীত জগতের সঙ্গে কোনও দিনই খুব একটা যোগাযোগ রাখেনি। এক-দু’বার আমার আর পূর্বায়ণদার (সেতার বাদক) সঙ্গে মুম্বইতে দেখা করেছিল।আমরা কফি খেয়েছিলাম। ও তখন মুম্বইতে চুটিয়ে মডেলিং করছে। তারপর আর যোগাযোগ হয়নি। ও যে কলকাতায় চলে এসেছিল সেটাও আমি জানতাম না।”
আরও পড়ুন: ‘মামার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, একটা কথাই ভেদ করল তিলজলা হত্যাকাণ্ডের রহস্য