Weather Update: কলকাতায় হলুদ সতর্কতা জারি, তুমুল বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
Weather Update: শুধু আজই নয়, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ।
কলকাতা: শ্রাবণের শেষবেলায়ও নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। আজ কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতেও। শুধু আজই নয়, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে নিম্নচাপ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.০ মিলিমিটার। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদহে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। পার্বত্য দু’ এক জেলাতে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। নিচের দিকের জেলা মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি বাড়াবে তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।