মুখ্যমন্ত্রীকে বাজেট পেশের অনুমতি রাজ্যপালের, বিরল মুহূর্তের সাক্ষী থাকবে বাংলা
বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর বাজেট পাঠের নিদর্শন বিরল। সেক্ষেত্রে অভিজ্ঞ মহলের ধারণা, এবার বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পারে বাংলা।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) বাজেট পেশের অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে বাজেট পেশ (West Bengal Budget 2021) করবেন মুখ্য়মন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরোতে পারছেন না অমিত মিত্র। সেক্ষেত্রে ভোটের আগে তাঁকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রীই যাতে বাজেট পেশ করতে পারেন, অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি লেখেন অমিত মিত্র।
শুক্রবার বিধানসভায় পেশ হতে পারে রাজ্য বাজেট। চলতি বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার। প্রথা মেনেই বাজেট পেশ করার কথা ছিল অমিত মিত্রের। কিন্তু সূত্রের খবর. শারীরিক অসুস্থতার কারণেই চিকিৎসকরা অমিত মিত্রকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন।
আরও পড়ুন: জোড়াবাগান কাণ্ড: সিঁড়িতে ভাঙা দুধে দাঁত, উপড়ে নেওয়া হয় চুল! গলা কাটার আগে চলে অকথ্য অত্যাচার
সে জন্য বাজেট পাঠের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যপালকে চিঠি লেখেন অমিত মিত্র। রাজ্যপাল এ দিন তার আবেদন মঞ্জুর করেন। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর বাজেট পাঠের নিদর্শন বিরল। সেক্ষেত্রে অভিজ্ঞ মহলের ধারণা, এবার বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পারে বাংলা।