ঠাকুরপুকুর: রাতের শহরে পণ্যবাহী লরি থেকে টাকা তোলার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেই টাকা না দেওয়া এবং ঘটনার ভিডিয়ো তোলার চেষ্টা করায় ওই লরির চালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার রাতে ঠাকুরপুকুর ৩এ বাসস্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের উপর এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনা নিয়ে শনিবার ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয়। বাসচালকদের সংগঠন অল ড্রাইভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে। লরি চালকদের ওই সংগঠন পুলিশি হেনস্থার প্রতিবাদ করে বিক্ষোভও দেখান।
শুক্রবার রাতে ভুট্টা নিয়ে বিহার থেকে ঠাকুরপুকুর আসার পথে ঠাকুরপুকুর 3A বাসস্ট্যান্ডের কাছে পণ্যবাহী গাড়িটিকে পুলিশ আটকায় বলে অভিযোগ। এর পরই গাড়ি চালকদের কাছ থেকে ২০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি মতো ২০০ টাকা দিতে রাজি হননি গাড়ির চালক ও মালিক। তখন গাড়ি রাস্তার পাশে লাগাতে বলা হয়। এবং গাড়ির কাগজপত্র দেখতে চায়। ওই গাড়ির মালিকের দাবি, কাগজপত্র সব ঠিক আছে দেখে, হুমকি দিতে থাকেন সেখানে উপস্থিতি পুলিশকর্মীরা। টাকা না দিলে ‘মিথ্যা মামলায়’ ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই সময়ই পুলিশকর্মীরা লক্ষ্য করেন গাড়ির চালক ভিডিয়ো করছেন। তা দেখেই লরি চালকের উপর চড়াও হন বলে অভিযোগ। এবং চালককে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের পর ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই পুলিশকর্মী চলে যান বলে অভিযোগ। শনিবার ওই লরির মালিক, চালক এবং সংগঠনের কর্মীরা ঠাকুরপুকুর থানার সামনে অভিযোগ দায়ের করেন। এবং বিক্ষোভ দেখান।
গতকাল এই ঘটনা ঘটেছে রাত আড়াইটে নাগাদ। এর পর রাত তিনটে নাগাদ ঠাকুরপুকুরের কাছে সখেরবাজারে পথ দুর্ঘটনায় বাইকআরোহীর মৃত্যু হয়। ধাক্কার অনেকক্ষণ পর ঘটনাস্থলেই পড়েছিলেন মৃত বাইকআরোহী। তখন পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। অনেকক্ষণ পর পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। দিন কয়েক আগে বেহালা চৌরাস্তায় ডায়মন্ড হারবার রোডের উপর স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর অভিযোগ উঠেছে, ঘাতক গাড়িকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের দেখা মেলা না। কিন্তু টাকা তোলার সময় অতি সক্রিয় পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।