Kolkata Police: শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

Kolkata Police: ওয়াজাহাতের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে। গল্ফগ্রিন-সহ কলকাতার একাধিক থানায় ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এমনকি, অসমের একটি উপাসনালয়কে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে ওয়াজাহাতের বিরুদ্ধে।

Kolkata Police: শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগকারী ওয়াজাহাতকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 09, 2025 | 10:05 PM

কলকাতা: তাঁর খোঁজে কলকাতায় এসেছিল অসম পুলিশ। কিন্তু, খোঁজ পাওয়া যায়নি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী সেই ওয়াজাহাত খানকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সোমবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুনের আইনের ছাত্রী শর্মিষ্ঠার বিরুদ্ধে গত ১৫ মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওয়াজাহাত। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা জারি করে হরিয়ানার গুরুগ্রাম থেকে শর্মিষ্ঠাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে আনে।

এদিকে, ওয়াজাহাতের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে। গল্ফগ্রিন-সহ কলকাতার একাধিক থানায় ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এমনকি, অসমের একটি উপাসনালয়কে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে ওয়াজাহাতের বিরুদ্ধে। সে রাজ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। ওয়াজাহাতকে নিজেদের হেফাজতে নিতে দিন কয়েক আগে অসম পুলিশ কলকাতা আসে। কিন্তু, সেইসময় তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এবার গল্ফগ্রিন থানায় অভিযোগের প্রেক্ষিতে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা থেকে তাঁকে কলকাতা পুলিশ গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি বহুতলের একটি ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ওয়াজাহাতের গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা হয়নি। সুরক্ষা দিতে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কারণ, অসম ও হরিয়ানায় ওয়াজাহাতের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তবে ওয়াজাহাতকে আড়াল করা যাবে না। আইনের জয় হবে।”