কলকাতা: লোক ঠকানোর কারবারের এক নয়া পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। রাজ্য সরকারের উচ্চপদস্থ অফিসার পরিচয় দিয়ে লোকেদের বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ভুয়ো পরিচয় ব্যবহার করে অভিযুক্তরা সাধারণ মানুষকে চাকরির টোপ দিয়ে টাকা তুলত। এমনকী অঙ্গনওয়াড়ির ভেন্ডর লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হত বলে অভিযোগ। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের তদন্তে নেমেই এবার এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
মঙ্গলবার বিকেলে শ্যামপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলরাম বসাক ও মীনাক্ষী বসাক নামে দু’জন অভিযুক্তকে। এরপর কেষ্টপুরের বাসিন্দা শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে আরও এক ব্যক্তিকে বাগুইআটি চত্বর থেকে পাকড়াও করা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ মে কলকাতার শ্যামপুকুর থানা এলাকায় এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রতারণার অভিযোগ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল শ্যামপুকুর থানার পুলিশ।
পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, ধৃত ওই তিনজন বাজার থেকে ৫ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। চাকরি ও আইসিডিএস-এর ভেন্ডর লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে এই লোক ঠকানোর কারবার চলেছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের ইতিমধ্যেই জেরা করে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।