Ticket Black Market: ইডেনের টিকিটের কালোবাজারি! ৯৪০০০ টাকা হজম করে হাজতে ভুয়ো CAB অফিশিয়াল

Aritra Ghosh | Edited By: Soumya Saha

Nov 08, 2023 | 4:03 PM

Fake CAB Official: ফেসবুকে নিজেকে সিএবি অফিশিয়াল পরিচয় দিয়ে টিকিট পাইয়ে দেওয়ার নামে ৯৪ হাজার টাকা আত্মসাৎ করেছিল এই যুবক। সেই নিয়ে কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগও হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ওই প্রতারককে পাকড়াও করল পুলিশ।

Ticket Black Market: ইডেনের টিকিটের কালোবাজারি! ৯৪০০০ টাকা হজম করে হাজতে ভুয়ো CAB অফিশিয়াল
গ্রেফতার ভুয়ো সিএবি অফিশিয়াল

Follow Us

কলকাতা ও মালদা: বিশ্বকাপের মরশুমে টিকিটের দেদার কালোবাজারির অভিযোগ উঠেছিল। আর এসবের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছিল প্রতারণার চক্রও। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট পাইয়ে দেওয়ার নামে মোটা টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। ফেসবুকে নিজেকে সিএবি অফিশিয়াল পরিচয় দিয়ে টিকিট পাইয়ে দেওয়ার নামে ৯৪ হাজার টাকা আত্মসাৎ করেছিল এই যুবক। সেই নিয়ে কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগও হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ওই প্রতারককে পাকড়াও করল পুলিশ। মালদা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম রনি ঘোষ। বাড়ি মালদার দরিয়াপুর এলাকায়।

জানা যাচ্ছে, কলকাতার গল্ফগ্রিন এলাকার বাসিন্দা সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ওই প্রতারকের ফাঁদে পা দিয়েছিলেন। রনি ঘোষ নামে ওই যুবক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে চড়া দামে টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিল। সেই ফাঁদেই পা দিয়েছিলেন গল্ফগ্রিনের ওই বাসিন্দা। অভিযুক্ত যুবক নিজেকে সিএবি অফিশিয়াল বলে পরিচয় দিয়েছিল বলে জানা যাচ্ছে। ওই প্রতারকের দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে টিকিট পাওয়ার আশায় ৯৪ হাজার টাকাও পাঠিয়ে দিয়েছিলেন সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায়।

প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। সাইবার থানায় লিখিত অভিযোগ জমা পড়ে এই বিষয়ে। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে মালদার ওই যুবকের কথা। গত সন্ধেয় অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি মোবাইলও। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক অনলাইন গেমের সঙ্গে জড়িত ছিল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রতারণার ৯৪ হাজার টাকা সেই অনলাইন গেমেই বিনিয়োগ করেছিল ধৃত যুবক।

 

Next Article