Kolkata Police: ঘন কুয়াশার মধ্যে আচমকা ছুটে এল ট্রাক! ভাঙড়ে মৃত্যু কলকাতা পুলিশের ASI-র

Road Accident: স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। যদিও দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি সৈকত ঘোষ-সহ ঊর্ধ্বতন কর্তারা।

Kolkata Police: ঘন কুয়াশার মধ্যে আচমকা ছুটে এল ট্রাক! ভাঙড়ে মৃত্যু কলকাতা পুলিশের ASI-র
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 11, 2025 | 10:41 PM

ভাঙড়: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেল কলকাতা পুলিশের এএসআই-র। মৃতের নাম শাহাবুদ্দিন বিশ্বাসের (৪৫)। বাড়ি ফেরার পথে ভাঙড়ের বৈরামপুর এলাকায় ট্রাকের ধাক্কাতেই মারাত্মকভাবে জখম। স্থানীয় বাসিন্দারই উদ্ধার করে হাস স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন।  

শাহাবুদ্দিনের বাড়ি মালদায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে তিনি কলকাতা পুলিশের এএসআই হিসেবে বর্তমানে ভাঙড় ডিভিশনের ডিসি অফিসে কর্মরত ছিলেন। এদিন ডিউটি শেষ করে বাইকে করে কলকাতার বডিগার্ড লাইনের কোয়ার্টারের উদ্দেশে রওনা দেন। রাস্তায় তখন ঘন কুয়াশা। বৈরামপুরের কাছে ঘন কুয়াশার মধ্যে আচমকা পিছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে শাহাবুদ্দিনের বাইক ধাক্কা মারে। ছিটকে পড়েন রাস্তায়। তখনই ট্রাকের চাকা একেবারে তাঁর কোমরের উপর দিয়ে চলে যায়।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। যদিও দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি সৈকত ঘোষ-সহ ঊর্ধ্বতন কর্তারা। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালকের কোনও খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খোঁজ-খবর চালানো হচ্ছে অকুস্থলের আশপাশেও। ট্রাকের নম্বর দেখেও পুরো বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, দ্রুত ধরা পড়বে ঘাতক চালক। খবর গিয়েছে মৃতের পরিবারের সদস্যের কাছে। গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।