
কলকাতা: নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে মিটিং মিছিল, প্রতিবাদ, ক্ষোভ-বিক্ষোভ চলছে শহরজুড়ে। শুধু ওয়াকফ কেন, চাকরিপ্রার্থীরাও বিক্ষোভ দেখাচ্ছেন। মোট কথা বলা চলে, সাম্প্রতিক সময়ে আরও যেন আর বেশি করে কলকাতা শহরের বুকে বিক্ষোভ-মিটিং-মিছিল চলছে। এবার সেই নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা পুলিশ আধিকারিকদের দিলেন কড়া বার্তা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, শহরের কোনও আইন অমান্য বা পথ অবরোধ হলে পুলিশ আধিকারিকদের ডিউটিতে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের নগরপাল। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে ভাঙড়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সিপির নির্দেশ আগাম খবর রাখতে হবে কোনও মিটিং,মিছিলে বা আইন অমান্যতে কত লোক আসছেন। তাঁরাই বা কী চিন্তা-ভাবনা করছেন। সব নিয়ে কলকাতা পুলিশের কর্মীদের আরও প্রস্তুত থাকতে নির্দেশ দেন মনোজ ভার্মা। যদিও, সাম্প্রতিককালে ভাঙড়ে পুলিশের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নগরপাল বলে সূত্রের খবর। কলকাতা পুলিশের ক্রাইম মিটিংয়ে এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য,নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বিক্ষোভ চলছিল। সেই ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে প্রতিবাদীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশের গাড়ি জ্বালানো থেকে শুরু করে, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতারও হন একাধিক।