কলকাতা: রাত দখলে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা রুজু করল কলকাতা পুলিশ। বুধবার রাতে গড়িয়া মোড়ে জমায়েত চলাকালীন এক মদ্যপ ব্যক্তি মহিলাদের কূকথা বলেন বলে অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা তাঁকে গ্রেফতার করার দাবিতে সরব হয়। অভিযুক্ত যুবককে পাটুলি থানায় নিয়ে যাওয়া হয়। তবুও ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
উত্তেজিত জনতা নেতাজি নগর থানার ওসি সহ তার টিমের ওপর হামলা চালায়, ওসির গাড়ি ভাঙচুর করা হয়, এমনকী পুলিশকে হুমকি ও গালাগালি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। আহত পুলিশদের সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে খুনের হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পাশাপাশি পাবলিক প্রপার্টি নষ্ট করার আইনেও মামলা রুজু করেছে নেতাজি নগর থানা। পাটুলি থানা এলাকায় বুধবার রাত ১০ টা নাগাদ শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।
বুধবার রাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাজ্যের বহু মানুষ। শহরের বিভিন্ন জায়গায় চলছিল প্রতিবাদ কর্মসূচি। তার মধ্যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক জায়গায় উত্তেজনা তৈরি হয়। গড়িয়ায় পরিস্থিতি সামাল দিতে যায় বিশাল পুলিশ বাহিনী।