
কলকাতা: কসবায় বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত চাকরিহারা শিক্ষকরা। পুলিশের বিরুদ্ধে বেধড়ক লাঠিপেটার অভিযোগ ওঠে। যদিও এর পাল্টা পুলিশ কমিশনার ও মুখ্য়সচিব জানিয়েছেন, পুলিশও আক্রান্ত হয়েছে। বাধ্য হয়েই ‘অ্যাকশন’ নিয়েছে।
বুধবার ডিসি এসএসডি বিদিশা কলিতা বলেন, “ওঁরা শিক্ষক। ওদের অধিকার আছে প্রতিবাদ করার। প্রথমে ব্যারিকেড ছিল। সেই ব্যারিকেড ভেঙে ওরা গেটের সামনে চলে আসে। এরপর ওরা পুরো গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। এতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছেন। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
এ দিন মুখ্যসচিব বলেন,”সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। পুলিশ সিরিয়াসলি ইনজিওরড (গুরুতর আহত)। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশকে অ্যাকশন নিতে হয়েছে। পুলিশ অনেক রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে। তাঁর বক্তব্য, আইন শৃঙ্খলা তো নিয়ন্ত্রণ করতেই হবে।” পাশাপাশি এ দিন লালবাজারের তরফে জানানো হয়েছে, মোট ছ’জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ১ জন সার্জেন্ট, বাকি সকলেই কন্সটেবল। রয়েছেন দু’জন মহিলা পুলিশও। এও জানানো হয়,আগে পুলিশের উপরে হামলা, তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ পদক্ষেপ করে। তবে সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হব। ইতিমধ্যে ৩-৪ জনকে আটক করা হয়েছে। যদি কোনও অভিযোগ আসে তাহলে সেই মত মামলা রুজু করে তদন্ত হবে।