SSC Protest: চলছে ‘সাফাই অভিযান’, শপিং মলে ঢুকে ‘অর্ধনগ্ন’ চাকরিহারা ধরল পুলিশ

SSC Protest: কিন্তু কেন এত তৎপরতা? জানা গিয়েছে, শিয়ালদহ, ডোরিনা ক্রোসিং, ধর্মতলায় 'লুকিয়ে' রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। তাদের হদিশ পেতেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।

SSC Protest: চলছে সাফাই অভিযান, শপিং মলে ঢুকে অর্ধনগ্ন চাকরিহারা ধরল পুলিশ
শপিং মলে পুলিশ Image Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

May 30, 2025 | 1:26 PM

কলকাতা: চাকরিহারাদের খুঁজছে পুলিশ। শপিং মল, বাজার চত্বর, মেট্রো এলাকা, সর্বত্রই চলছে পুলিশি তল্লাশি। ধরে ধরে পথযাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কোথায় যাচ্ছে, কী কাজে যাচ্ছে? কেনই বা যাচ্ছে? নানা প্রশ্ন ছোড়া হচ্ছে তাদের দিকে। আবার তাতেও যদি না প্রাণ না ভরে, পুলিশ তখন দেখছে নথি-পরিচয়।

কিন্তু কেন এত তৎপরতা? জানা গিয়েছে, শিয়ালদহ, ডোরিনা ক্রোসিং, ধর্মতলায় ‘লুকিয়ে’ রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। তাদের হদিশ পেতেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোনও ভাবেই যেন নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে আন্দোলনকারীরা, তা নিশ্চিত করতেই কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশ।

এদিন ‘সার্চ অপারেশন’ চালিয়ে পুলিশ ঢুকে পড়ে ডোরিনা ক্রোসিংয়ের একটি শপিং মলে। বলে রাখা ভাল, এই ডোরিনা ক্রোসিংয়েই কর্মসূচি করার কথা ছিল চাকরিহারাদের। কিন্তু তার আগেই সেখানে পৌঁছে যায় পুলিশ। চলে ধরপাকড়। একের পর এক চাকরিহারাদের তুলে নিয়ে যায় তারা।

শপিং মলে চলা এই ‘সাফাই অভিযানে’ নেতৃত্ব দিয়েছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায়। প্রথমেই মলের মুখে বসা থাকা চাকরিহারাদের আটক করেন তিনি। তারপর ভিতরে ঢুকতেই হদিশ মেলে আরও কয়েকজন চাকরিহারার। যাদের মধ্যে একজন আবার জামা খুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাকেও এদিন আটক করে পুলিশ। তুলে দেয় প্রিজন ভ্য়ানে। আটক করা হয় কয়েকজন মহিলা চাকরিহারাকেও। অবশ্য, বেশ কয়েকজন দাবি করেন, তারা নাকি শপিং করতে এসেছিলাম। কিন্তু তাদের তুলে নিয়ে যায় পুলিশ।