Kolkata Police: কলকাতা পুলিশ ম্যারাথনে বড় বিপর্যয়, ভেঙে পড়ল গেট, আহত অ্যাডিশনাল সিপি

Aritra Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2024 | 11:43 AM

Kolkata police marathon 2024: এ দিকে, আজ সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। বইছে ঠান্ডা হাওয়াও। সেই সময় হঠাৎ ফিনিশিং গেটটি হাওয়ার জেরে ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর। পুলিশ সূত্রে খবর, কাঁধে চোট পেয়েছেন অ্যাডিশনাল সিপি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্স মল্লিক বাজারে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Kolkata Police: কলকাতা পুলিশ ম্যারাথনে বড় বিপর্যয়, ভেঙে পড়ল গেট, আহত অ্যাডিশনাল সিপি
কলকাতা পুলিশের ম্যারাথন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতা পুলিশের তরফে আয়োজন করা হয়েছে হাফ ম্যারাথনের। রবিবাসরীয় সকালে রেড রোড থেকে সূচনা হয় ম্যারাথনের। সেখানেই ঘটল বিপত্তি। দমকা হাওয়া জেরে ফিনিসিং পয়েন্টের গেট ভেঙে পড়ে আহত কলকাতা পুলিশের অ্যাডিশানল সিপি ১ মুরলিধর। জানা গিয়েছে, হালকা চোট পেয়েছেন তিনি।

আজ একদম ভোর ভোর শুরু হয় ম্যারাথন। রবিবাসরীয় সকালে রেড রোড থেকে সূচনা ম্যারাথনের। উপস্থিত ছিলেন টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা, দেব অধিকারী, ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী ও ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলেন অ্যাডিশানল সিপিও। পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলিধর। এ দিকে, আজ সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের। বইছে ঠান্ডা হাওয়াও। সেই সময় হঠাৎ ফিনিশিং গেটটি হাওয়ার জেরে ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর। পুলিশ সূত্রে খবর, কাঁধে চোট পেয়েছেন অ্যাডিশনাল সিপি। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্সস্টিটিউট অব নিউরো সায়েন্স মল্লিক বাজারে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

প্রসঙ্গত, এদিনের ম্যারাথনে দৌড়নোর জন্য তিনটি ক্যাটেগরি রয়েছে। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার, ৫ কিলোমিটার। যে যার ইচ্ছা মতো যে কোনও বিভাগে নাম দিতে পারে। অন্যান্য প্রতিযোগীদের পাশাপাশি আজকের এই ম্যারাথনে দৌড়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন এই তৃণমূল নেতা।

Next Article