AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Traffic: যান চলাচল নির্বিঘ্ন রাখতে তৈরি ব্লু-প্রিন্ট, শুরু হবে চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর পিলারের কাজ

Kolkata Metro: লালবাজারের তরফে চিংড়িঘাটা ক্রসিং এলাকায় গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ট্রাফিক ডাইভারশন ট্রায়াল হয়। সেই রিপোর্ট জমা পড়ে লালবাজারের কাছে, রিপোর্ট দেখার পরেই , এবার মেট্রো রে

Kolkata Traffic: যান চলাচল নির্বিঘ্ন রাখতে তৈরি ব্লু-প্রিন্ট, শুরু হবে চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর পিলারের কাজ
চিংড়িঘাটা ক্রসিং
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:10 PM
Share

কলকাতা: শেষ পর্যন্ত ইএম বাইপাসের (EM Bypass) উপর মেট্রোর (Kolkata Metro) পিলার তৈরির কাজের জন্য অনুমতি পেল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। চিংড়িঘাটা ক্রসিং চত্বরের ব্যস্ত রাস্তায় কীভাবে যান-চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ হবে, তা নিয়ে অনেকদিন ধরেই চিন্তা ছিল। সেই যানজটের আশঙ্কা থেকে এতদিন ধরে কাজ শুরুর অনুমতিও পাচ্ছিল না তারা। তবে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ট্র্যাফিক ডাইভারশনের ট্রায়াল রান চালানো হয় লালবাজারের তরফে। সেই রিপোর্ট লালবাজারে জমা পড়ার পর, সব দিক খতিয়ে দেখে এবার মেট্রোর পিলার তৈরির কাজের জন্য অনুমতি দেওয়া হল পুলিশের তরফে।

উল্লেখ্য, চিংড়িঘাটা মোড় থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার রাস্তার উপরে মেট্রোর সম্প্রসারণের কাজে একাধিক পিলার বসার কথা রয়েছে। ইএম বাইপাসের উপর মেট্রোর সেই কাজের জন্য তীব্র যানজটের আশঙ্কায় এতদিন সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এবার চারদিন ধরে ট্র্যাফিক ডাইভারশনের ট্রায়াল রান চালিয়ে নিয়েছে পুলিশ। মেট্রোর কাজ চললে, সেই সময় কীভাবে এই ব্যস্ত রাস্তার উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তার ব্লু প্রিন্টও তৈরি করে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে।

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার রাস্তায় যাতে কোনওভাবেই কোনও অতিরিক্ত যানজট তৈরি না হয় এবং গাড়ি চলাচল বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। যেমন স্বাভাবিক সময়ে ও ব্যস্ত সময়ে সিগনাল ব্যাবস্থায় সময় পরিবর্তন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি উল্টোডাঙার দিকে যাওয়ার রাস্তা কিছুটা সরু করে ক্যানেল ওয়েস্ট রোড ধরে বাইপাস থেকে আসা গাড়িগুলিকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যে গাড়িগুলি ইএম বাইপাসের দিকে যাবে, সেগুলিকে প্রাথমিকভাবে চাউলপট্টি রোড ধরে পাঠানো হবে।