RG Kar Protest: বছর ঘুরে হঠাৎ কলকাতা পুলিশের নোটিস পেলেন দেবাশিস, কিঞ্জলরা

RG Kar-Protest: চিকিৎসক সংগঠন জেপিডি-র প্রশ্ন, তার আগে কি কলকাতা পুলিশের এই নোটিস উদ্দেশ‍্যপ্রণোদিত? প্রশ্ন তুলেছেন, চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।

RG Kar Protest: বছর ঘুরে হঠাৎ কলকাতা পুলিশের নোটিস পেলেন দেবাশিস, কিঞ্জলরা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 05, 2025 | 11:44 AM

কলকাতা: আরজি কর-কাণ্ডের পর বছর ঘুরেছে। এখনও ধিকিধিকি জ্বলছে প্রতিবাদের আগুন। আবার একটা অগস্ট মাস ফিরে এসেছে। আবারও নতুন করে আন্দোলনের পরিকল্পনা শুরু হয়েছে বিভিন্ন স্তরে। নবান্ন অভিযানের পরিকল্পনাও চলছে। এরই মধ্যে আচমকা চিকিৎসকদের সমন। তিলোত্তমা-কাণ্ডের পর আন্দোলনে যে জুনিয়র ডাক্তাররা অগ্রভাগে ছিলেন, তাঁদের কাছেই পৌঁছল নোটিস।

কলকাতা পুলিশের তরফ থেকে চিকিৎসক মানস গুমটা, সুবর্ণ গোস্বামী, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, কৌশিক চাকীদের সমন পাঠানো হয়েছে। গত বছর পুজোর সময় যে আন্দোলন হয়, তার জন্য এ বছর পুজোর আগে সমন পাঠানো হল। মোট তিনটি মামলায় সমন পাঠানো হয়েছে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের।

তিনটি কেসের নম্বর হল ২৫৯, ২৬১ ও ২৬৩। ২৫৯ নম্বর কেসে মেডিক‍্যাল কলেজ থেকে ডোরিনা পর্যন্ত মিছিলের জন‍্য মামলা রুজু হয়। পুজো পরিক্রমা করার জন‍্য কেস নম্বর ২৬১ ও মহাঅষ্টমীর দিন মেট্রো চ‍্যানেলে জমায়েত এবং যন্ত্রপাতি বাজিয়ে ‘দ্রোহের উৎসব’ পালন করার জন‍্য ২৬৩ নম্বর কেস।

প্রশ্ন উঠেছে, এক বছর পর কেন সমন দেওয়া হল? পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আগামী ৯ অগস্ট তিলোত্তমা-কাণ্ডের এক বছর পর ফের রাস্তায় নামছেন সিনিয়র-জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসক সংগঠন জেপিডি-র প্রশ্ন, তার আগে কি কলকাতা পুলিশের এই নোটিস উদ্দেশ‍্যপ্রণোদিত? প্রশ্ন তুলেছেন, চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।

গত বছর ৯ অগস্ট আরজি কর মে়ডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ওই দিনই ‘অরাজনৈতিক নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা।