পামেলাকাণ্ডে শঙ্কুদেব পণ্ডা-অনুপম হাজরাকে নোটিস কলকাতা পুলিশের

Pamela Drug Case: যদিও এই ঘটনার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা বা অনুপম হাজরার আদৌ কোনও যোগ আছে কি না তা তদন্ত সাপেক্ষ।

পামেলাকাণ্ডে শঙ্কুদেব পণ্ডা-অনুপম হাজরাকে নোটিস কলকাতা পুলিশের
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2021 | 2:20 PM

কলকাতা: পামেলাকাণ্ডে (Pamela Goswami) এবার নজরে শঙ্কুদেব পণ্ডা ও অনুপম হাজরা। সূত্রের খবর, শুক্রবারই কলকাতা পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে এই দুই বিজেপি নেতাকে। বৃহস্পতিবার পামেলা ও রাকেশ সিংকে জেরা করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপরই এই নোটিস বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ড্রাগকাণ্ডে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। এরপরই তাঁকে জেরা করে উঠে আসে বিজেপির আরেক প্রভাবশালী নেতা রাকেশ সিংয়ের নাম। রাকেশকেও গ্রেফতার করে পুলিশ। দফায় দফায় তাঁদের জেরা করে আরও বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে আসে বলে পুলিশ সূত্রে খবর। হাতে আসে একটি অডিয়ো ক্লিপও।

আরও পড়ুন: West Bengal Election Date 2021 আজই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘণ্ট

তাতে বেশ কয়েকজন প্রভাবশালীর নাম উঠে আসে। বুধবার রাতে সেই ক্লিপ চালিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় বিজেপি নেতা রাকেশ সিং ও বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রায় ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদ করেন লালবাজারের নার্কোটিক্স সেলের গোয়েন্দারা। বৃহস্পতিবারও জেরা চলে। এরপরই শঙ্কুদেব ও অনুপমকে নোটিসের খবর। যদিও এই ঘটনার সঙ্গে শঙ্কুদেব পণ্ডা বা অনুপম হাজরার যোগ কীভাবে থেকে থাকতে পারে তা জানা যায়নি।