Kolkata Police: কোহলি-গম্ভীরের ‘ঝগড়াকেই’ হাতিয়ার করে সচেতনতায় শান দিচ্ছে কলকাতা পুলিশ

Aritra Ghosh | Edited By: Soumya Saha

May 02, 2023 | 12:45 PM

Kolkata Police: বর্তমান কালে প্রযুক্তির অগ্রগতি যত হয়েছে, তত পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন প্রতারণার কারবার। সাম্প্রতীক অতীতে প্রতারকদের পাল্লায় পড়ে নিজের ওটিপি শেয়ার করে লাখ লাখ টাকা খুইয়েছেন অনেকেই।

Kolkata Police: কোহলি-গম্ভীরের ঝগড়াকেই হাতিয়ার করে সচেতনতায় শান দিচ্ছে কলকাতা পুলিশ
কলকাতা পুলিশের পোস্ট

Follow Us

কলকাতা: আইপিএল-এর (IPL) মরশুমে ক্রিকেট জ্বরে কাবু গোটা দেশ। শহর কলকাতাও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে সোমবার রাতে ম্যাচ শেষে আবারও এক টানটান উত্তেজনার দৃশ্য দেখা গিয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Goutam Gambhir) এক তপ্ত বাক্য বিনিময়। আর সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটপাড়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে হইচই পড়ে গিয়েছে এই ভাইরাল দৃশ্য নিয়ে। কেউ পক্ষ নিচ্ছেন গম্ভীরের, আবার কেউ পক্ষ নিচ্ছেন কোহলির। আর এই ভাইরাল মুহূর্তকেই ব্যবহার করে এবার জনসচেতনতার প্রচারে জোর দিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের তরফে শেয়ার করা ওই মিমটিতে ব্যবহার করা হয়েছে মানি হেইস্টের ‘প্রফেসর’, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে।

প্রফেসরের কানে ইয়ারফোন দেওয়া একটি ছবি, যেন তিনি ফোনে কিছু কথা বলতে চাইছেন। পাশে লেখা, ‘আপনার ফোনে যে ওটিপি গিয়েছে, সেটি বলুন।’ আর অন্যদিকে বিরাট ও গম্ভীরের মুখে আঙুল দিয়ে চুপ করানোর ভঙ্গি। আর এই মিমটি ব্যবহার করেই অনলাইন প্রতারণার কারবার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছে কলকাতা পুলিশ। বর্তমান কালে প্রযুক্তির অগ্রগতি যত হয়েছে, তত পাল্লা দিয়ে বেড়েছে অনলাইন প্রতারণার কারবার। সাম্প্রতীক অতীতে প্রতারকদের পাল্লায় পড়ে নিজের ওটিপি শেয়ার করে লাখ লাখ টাকা খুইয়েছেন অনেকেই।

তাই এবার আমজনতাকে সাবধান করতে, ভারতীয় ক্রিকেটের দুই অন্যতম সেরা ক্রিকেটারকে নিয়ে মিম তৈরি করল কলকাতা পুলিশ। একদিকে গৌতম গম্ভীর, যিনি কলকাতাকে দুইবার আইপিএল খেতাব জিতিয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি, যাঁর ফ্যানবেসে কলকাতা সহ গোটা দেশে ছড়িয়ে। এবার বিরাট কোহলির ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার ইশারা এবং গৌতম গম্ভীর এর পাল্টা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করার ইশারাকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করল কলকাতা পুলিশ। যাতে প্রতারকরা ওটিপি নম্বর চাইলে এভাবেই মুখে আঙুল দিয়ে চুপ থাকেন আমজনতা সেই বার্তাই দেওয়ার চেষ্টা পুলিশের।

লালবাজারের সাইবার ক্রাইম সূত্রে খবর, মানুষের কাছে এই সচেতনতার বার্তাকে সহজ ভাবে পৌঁছাতেই এই পন্থা। এই বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাঙ্ক প্রতারণা সহ একাধিক সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করার উদ্দেশ্যেই এগিয়ে চলেছে লালবাজার।

Next Article