Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Dol Yatra: ঘুরে বেড়াবে অলিগলিতে! দোলের দিনে কোন বিশেষ ‘অভিযান’ কলকাতা পুলিশের?

Kolkata Dol Yatra: দোলের দিনে শহরে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হবে ৪ হাজার পুলিশ। উৎসবের মরসুমে অতি উৎসাহীদের জেরে হামেশাই দুর্ঘটনা ঘটে থাকে। সেই কথাটা মাথায় রেখেই আগাম সতর্কতা।

Kolkata Dol Yatra: ঘুরে বেড়াবে অলিগলিতে! দোলের দিনে কোন বিশেষ 'অভিযান' কলকাতা পুলিশের?
কলকাতা পুলিশ Image Credit source: ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 13, 2025 | 11:13 PM

কলকাতা: দিন পেরলেই দোল। হাজার রঙে মাখবে তিলোত্তমা। আন্দোলন, প্রতিবাদ, রাজনীতির মাঝে বেরঙিন হয়ে ওঠা শহর মাখবে কত শত রঙে। শহর যাতে নতুন করে রঙিন হতে পারে, তার জন্য পথে নামবে পুলিশ। লালবাজার (Lalbazar Police Station) সূত্রে খবর, দোলের দিনে শহরে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হবে ৪ হাজার পুলিশ। উৎসবের মরসুমে অতি উৎসাহীদের জেরে হামেশাই দুর্ঘটনা ঘটে থাকে। সেই কথাটা মাথায় রেখেই আগাম সতর্কতা নিয়ে শহরজুড়ে (Kolkata) বাড়ানো হবে নিরাপত্তা।

প্রতি বছর দোলের দিন কলকাতায় ৪০০টি পিকেট বসানো হয়ে থাকে। এ বছর সেই নিরাপত্তা বলয়কে আরও মজবুত করত উদ্যত্ত লালবাজার। বাড়তি ১৭০টি পিকেট বসাতে চলেছে তারা। এছাড়াও, থাকবে ৩০টি পিসিআর বাইক। মোতায়েন করা হবে ২৮টি এইচআরএফএস-ও।

গোটা কলকাতা জুড়ে টহলদারি চালানোর জন্য নামানো হবে ৫০টি মোটরবাইক। থাকবে ৫৮টি ভ্য়ানও। এক কথায় দোল উৎসব ঘিরে শহরজুড়ে একেবার আঁটোসাঁটো নিরাপত্তা। কোনও ফাঁক রাখতে নারাজ লালবাজার। এমনকি, কলকাতা শহরজুড়ে বিস্তৃত্ব অলিগলিতে যেন কোনও গোলযোগ না ঘটে সেই দিকেও নজর রাখবে তারা, এমনটাই খবর।

সাধারণ ভাবে রং খেলার দিন শহরের বিভিন্ন ঘাটে জড়ো হন শ’য়ে শ’য়ে মানুষ। গত বছরও রং খেলতে গিয়ে গঙ্গা তলিয়ে মৃত্যু হয় এক জনের। তাই এই বছর দুর্ঘটনার আগেই আঁটঘাঁট বেঁধে নিরাপত্তায় প্রদানে নেমেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দোলের দিনেই শহরের একাধিক ঘাটে নজরদারি চালাবে পুলিশ বাহিনী। এছা়ড়াও জনবহুল ঘাটগুলিতে জরুরি পরিস্থিতির জন্য উপস্থিতি থাকবে বিপর্যয় মোকাবিলার একটি দলও।

উল্লেখ্য, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মিরাজ খালিদ জানিয়েছেন, দোলের দিন যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, তা তদারকি করতে অন্যান্য পুলিশদের সঙ্গেই পথে নামবেন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারেরাও।