Kolkata Rickshaw: সারা বছর রিক্সা টানেন, পুলিশকর্মীর হাত ধরে আজ রিক্সায় চড়লেন রামেশ্বর, বাবুলাল, জুবের আলিরা

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 18, 2024 | 1:39 PM

Kolkata Rickshaw: রামেশ্বর যাদব, বাবুলাল রায়, জুবের আলির মতো রিক্সাওয়ালারা এইভাবে ঘুরতে পেরে অত্যন্ত খুশি। এরা কেউ ২০ বছর ধরে, কেউ ২৫ বছর ধরে কলকাতার রাস্তায় টানা রিক্সা টানেন। সবার হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে বাপন বলেন, 'কর্মই ধর্ম'।

Kolkata Rickshaw: সারা বছর রিক্সা টানেন, পুলিশকর্মীর হাত ধরে আজ রিক্সায় চড়লেন রামেশ্বর, বাবুলাল, জুবের আলিরা
রিক্সা টানছেন পুলিশ কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: প্রতি বছরের মতো এবারও উল্টো রথের দিন কলকাতার রাস্তায় দেখা গেল কলকাতা পুলিশের কর্মী বাপন দাসকে। এবারও সেই উলটপুরাণ। রিক্সায় বসে শহরের রাস্তায় ঘুরলেন রিক্সাওয়ালারা। সোমবার সকালেই সেই ছবি দেখা গেল কলকাতার উত্তরের রাস্তায়।

মোটর লাগানো রিক্সার যুগেও শহরের একাংশে এখনও টানা রিক্সা রয়ে গিয়েছে। সেখানেই এদিন দেখা যায় কলকাতা পুলিশের ওই কর্মীরে। রিক্সাওয়ালাদের তাঁদের রিক্সায় বসিয়েই কলকাতার পোদ্দার কোর্ট, লালবাজার স্ট্রিট, বউ বাজার ও বড়বাজার এলাকায় প্রায় ঘোরান বাপন দাস। প্রায় ১০ জন টানা রিক্সাওয়ালাকে এদিন কলকাতা শহরে ঘোরানো হয়েছে।

রামেশ্বর যাদব, বাবুলাল রায়, জুবের আলির মতো রিক্সাওয়ালারা এইভাবে ঘুরতে পেরে অত্যন্ত খুশি। এরা কেউ ২০ বছর ধরে, কেউ ২৫ বছর ধরে কলকাতার রাস্তায় টানা রিক্সা টানেন। সবার হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে বাপন বলেন, ‘কর্মই ধর্ম’।

বাপন দাস আরও জানিয়েছেন, গত ৯ বছর ধরে এই কাজ করছেন তিনি। প্রতিবছর রথের দিন শিলিগুড়িতে ও উল্টো রথের দিন কলকাতায় এভাবেই ঘোরান রিক্সায়ালাদের। এদিন সকালে জগন্নাথ দেবের পুজো করেছেন তিনি। তারপরই নেমে পড়েন কলকাতার রাস্তায়। তিনি বলেন, ‘ওরাও একটু আনন্দ পাক।’

Next Article