Kolkata Port Election Result 2021Live: কলকাতা বন্দরে জয়ী ফিরহাদ হাকিম

কলকাতা বন্দরে (Kolkata Port Assembly Election Result 2021 Live Update) আসন হাতে রাখতে মরিয়া ফিরহাদ। পিছিয়ে নেই সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোক্তার।

Kolkata Port Election Result 2021Live: কলকাতা বন্দরে জয়ী ফিরহাদ হাকিম
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 11:41 PM

কলকাতা: হুগলি নদীর পূর্ব পাড়ে  কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রটি কলকাতা জেলার অন্তর্গত। ২০০২ সালে গঠিত সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কলকাতাপৌরসংস্থার ৭৫, ৭৬, ৭৮, ৭৯, ৮০, ১৩৩, ১৩৪ ও ১৩৫ নং ওয়ার্ড নিয়ে ১৫৮ নং কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়।এই কেন্দ্রটি ২৩ নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম (ববি) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লক প্রার্থী মইনুদ্দিন শামসকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

ফলাফল ২০২১ কলকাতা বন্দরে জয়ী ফিরহাদ হাকিম।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৩ হাজার ৪৫৯৷ দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী রাকেশ সিং। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৬ হাজার ৯১১৷ তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী রাকেশ সিংকে ২৬ হাজার ৫৪৮ ভোটে পরাজিত করেছিলেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রে  তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরহাদ হাকিম। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন অবধকিশোর গুপ্তা। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের মহম্মদ মোক্তার। নির্বাচন নিয়ে প্রত্য়য়ী ববি হাকিম। তবে লড়াইয়ে, ফিরহাদের সঙ্গে ভাল টক্কর দিতে পারেন মহম্মদ মোক্তার,মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত দুই বিধানসভা নির্বাচনের পর তৃতীয়বারের জন্য বন্দরে ক্ষমতা ধরে রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস।

বিদায়ী বিধায়ক:  ফিরহাদ হাকিম (ববি) প্রাপ্ত ভোট: ৭৩,৪৫৯ মোট ভোটার: ২,১৭,৬৮৫ ভোট শতাংশ: ৬৩.৪৩ মোট প্রার্থী: ১১