কলকাতা: এক মাঘে শীত যায় না। সংকটকালে ব্যবহৃত এই প্রবাদপ্রতিম বাক্য কিন্তু এবার জায়গা পাচ্ছে আবহাওয়ার খাতায়ও। জানুয়ারির শেষ দিকেই বঙ্গ থেকে যেন বিদায় নিয়েছিল শীত। সরস্বতীর পুজোর সময়েই শীতের লেশ মাত্র উপভোগ করতে পারেনি বাঙালি। উল্টে তৈরি হচ্ছিল একটা অস্বস্তিকর পরিবেশ। কিন্তু আপাতত সেই দুঃখের দিন শেষ। ফেব্রুয়ারির মাঝামাঝি আসতেই ‘কামব্যাক’ শীতের।
এদিন ফেব্রুয়ারির শীতলতম ভোরের সাক্ষী রইল কলকাতা। মহানগরে পারদ নামল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় তো একেবারে হাড়েহিম করা পরিস্থিতি। খোদ শ্রীনিকেতনেই পারদ যেন মাটি ছুঁয়ে ফেলল। বীরভূমে ভোরে তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাঁকুড়ায় তাপমাত্রা নেমে হল ১২ ডিগ্রি সেলসিয়াস।
এদিন এতটা পারদপতনের পর আপাতত আরও কয়েকদিন শীত যে বঙ্গেই থেকে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অবশ্য আগামী দুই দিনের মধ্যে ২ ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রা। তবে তাতে বিশেষ বাধ পড়বে না শীতের আমেজে।
শুরু হয়েছে প্রেমের মরসুম। সামনেই আবার ১৪ই ফেব্রুয়ারি। এই ফাঁকে ঘুরে বেরিয়ে প্রেম করার জন্য শীতের গুরুত্ব যে কতটা তা বলা বাহুল্য। আর এই প্রেমের সপ্তাহেই ‘জোড়া শালিকদের’ জন্য সুখবর আনল হাওয়া অফিস। আগামী ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকে ফের পড়বে পারদ। রাজ্যে ফিরবে শীতের আমেজ। তবে তা যে আজকের মতো হবে না, এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।