
কলকাতা: বন্দে ভারত ট্রেনের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইতিমধ্যেই বাংলা একাধিক বন্দে ভারত ট্রেন পেয়েছে। আর এবার বিধানসভা নির্বাচনের আগে বড় উপহার পেতে চলেছে বাংলা। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে বাংলায়। হাওড়া স্টেশন থেকে ছুটবে বন্দে ভারত স্লিপার।
বন্দে ভারত হল সেমি হাই স্পিড ট্রেন। অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় এই ট্রেনের গতি অনেকটা বেশি। আর এবার সেই যাত্রাই হবে আরও আরামদায়ক। বন্দে ভারত স্লিপারে শুয়ে শুয়েই যাত্রা করতে পারবেন যাত্রীরা।
বছরের প্রথম দিনেই সাংবাদিক বৈঠকে নতুন ট্রেনের কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। জানুয়ারি মাসেই কলকাতা থেকে গুয়াহাটি রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে ছাড়বে সেই ট্রেন। ঠিক কবে থেকে ট্রেন চলবে, তা ২-৩ দিনের মধ্যেই জানাবেন রেলমন্ত্রী। তবে ১৫-২০ দিনের মধ্যেই চালু হবে নতুন এই ট্রেন। ১৮ বা ১৯ জানুয়ারি ট্রেনটি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রেলমন্ত্রী উল্লেখ করেছেন, কলকাতা থেকে অসমের গুয়াহাটি বিমানে যেতে খরচ পড়ে ৬ থেকে ৮ হাজার টাকা। সে ক্ষেত্রে এই ট্রেন চালু হলে যাতায়াত করা যাবে অনেক কম খরচে। নতুন এই ট্রেনের থার্ড এসির ভাড়া হবে ২৩০০ টাকা, সেকেন্ড এসি-র ভাড়া হবে ৩০০০ টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া হবে ৩৬০০ টাকা। মন্ত্রীর কথায়, মধ্যবিত্তের কথা মাথায় রেখেই এই ভাড়া ধার্য করা হয়েছে।
সম্প্রতি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন দিয়েছে ‘ওয়াটার টেস্ট’। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে এই ভিডিয়ো শেয়ার করেছেন। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে এই ট্রেন।