AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বর্ষশেষের মরসুমে যে যে পর্যটনকেন্দ্রে আপনি ঘুরে আসতে পারেন

aryama das

|

Updated on: Dec 30, 2020 | 4:38 PM

Share

করোনা পরিস্থিতির পর অক্টোবর থেকে খুলে গেছে পর্যটনকেন্দ্রগুলি। স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার সহ সব সুরক্ষা বিধি মেনেই আহ্বান জানাচ্ছেন তারা।

বড়দিন থেকেই বর্ষবরণের মরশুম আরম্ভ হয়। করোনা পরিস্থিতির পর অক্টোবর থেকেই খুলে গেছে পর্যটনকেন্দ্রগুলি। স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার সব রয়েছে সেখানে। পর্যটনকেন্দ্রের একাধিক জায়গায় চেকিং চলছে। যতটা সম্ভব সোশাল ডিস্ট্যান্সিং মেনেই যাতায়াত করছে মানুষ  চিড়িয়াখানা, বিড়লা মিউজিয়াম, নিক্কো পার্ক, সায়েন্স সিটিতে। এছাড়াও শহরের সব পর্যটনকেন্দ্রই লোকজন ঘোরার উপযোগী হয়েছে। তবুও আপনাকে মাস্ক-স্যানিটাইজার সঙ্গে নিয়ে সমস্ত সুরক্ষা বিধি মেনেই যেতে হবে। উৎসবের ভীড়ে আপনার সচেতনতা কিন্তু আপনার হাতে।

 

Published on: Dec 25, 2020 01:37 PM