‘মন্থা’ যেতেই থাইল্যান্ড থেকে আসছে ঘূর্ণাবর্ত! জারি হয়ে গেল লাল সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?

Kolkata-West Bengal Weather Update on 31 October 2025: তবে উত্তরবঙ্গে বাড়ছে বিপদ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই নিম্নচাপের জেকে দুর্যোগের মেঘ উত্তরে। উত্তরবঙ্গ-সিকিম জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরের ৪ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

মন্থা যেতেই থাইল্যান্ড থেকে আসছে ঘূর্ণাবর্ত! জারি হয়ে গেল লাল সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 31, 2025 | 11:38 AM

কলকাতা: বছর জুড়ে এখন যেন একটাই ঋতু, বর্ষাকাল। ঘূর্ণিঝড় মন্থার (Cyclone Montha) প্রভাব কাটলেও, বৃষ্টি পিছু ছাড়ছে না। নভেম্বরের শুরুতে ফের নিম্নচাপের (Depression) আশঙ্কা বঙ্গোপসাগরে। মৌসম ভবন জানিয়েছে, থাইল্যান্ড উপসাগর থেকে আসছে ঘূর্ণাবর্ত। কবে, কোথায় বৃষ্টি হবে?

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ড উপসাগর আসা ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে পৌঁছে শক্তি বাড়াবে। ঘূর্ণাবর্তের জেরে আগামিকালই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে নিম্নচাপের গন্তব্য এখনও স্পষ্ট নয়।

সাইক্লোন মন্থা একদিকে যেমন অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়েছে, তেমনই বাংলাতেও পরোক্ষ প্রভাব পড়েছে। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।  আজ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ, সর্বনিম্ন আর্দ্রতা থাকবে ৭২ শতাংশ।

তবে উত্তরবঙ্গে বাড়ছে বিপদ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই নিম্নচাপের জেকে দুর্যোগের মেঘ উত্তরে। উত্তরবঙ্গ-সিকিম জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় উত্তরের ৪ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে  লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। সিকিমেও কমলা সতর্কতা জারি।

দু-এক জায়গায় একদিনে ২০০ মিমি-র বেশি বৃষ্টি হতে পারে। ধস নামতে পারে পাহাড়ে। হড়পা বানের ভয়ে নদীপাড়ে ইতিমধ্যেই মাইকিং শুরু হয়ে গিয়েছে।  সিকিম, ভুটানের জলে বিপদ আরও বাড়ার আশঙ্কা। দক্ষিণের মতো উত্তরেও পাকা ধান নষ্টের ভয় রয়েছে। উত্তরে বৃষ্টি বাড়তেই দুধিয়ার অস্থায়ী সেতু নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ে রাতভর বৃষ্টি হয়েছে, এর জেরে জল বাড়ছে বালাসনে। দুধিয়ার অস্থায়ী সেতু ভেসে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

তবে এই মুহূর্তে যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, তাদের জন্য সুখবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস। নাথুলা সহ সিকিমের একাধিক জায়গায় ইতিমধ্য়েই তুষারপাত শুরু হয়ে গিয়েছে। তবে কলকাতায় নভেম্বরের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা কমার আশা নেই।