
কলকাতা: হঠাৎ করেই খেলা ঘুরে গেল আবহাওয়ার (Weather)। আজ, শনিবার সকাল থেকেই কুয়াশার চাদর যেন মুড়ে নিয়েছে শহর কলকাতাকে। শুধু কলকাতা নয়, বেলা বাড়লেও ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে গোটা বাংলাই। কনকনে একটা হিমেল আমেজ থাকলেও, তাপমাত্রার যে বিশাল পরিবর্তন হয়েছে, তা নয়।
উত্তর-পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝাই শীতের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল। এবার ঝঞ্ঝার জেরে পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশার বলয় তৈরি হয়েছে। রোদ না ওঠায় ‘ছদ্ম’ শীতের দাপট বাংলা জুড়ে। আজও কলকাতার পারদ রয়েছে ১৬ ডিগ্রির ঘরে। আগামী তিনদিন বাংলা জুড়ে কুয়াশার সম্ভাবনা বাড়বে। পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের নিচের দিকের ছয় থেকে সাত জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। আগামী চার-পাঁচদিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। ফলে বড়দিনেও জাঁকিয়ে শীতের আশা নেই বাংলায়। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে।
বড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়বে, তা নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকতে পারে।
কলকাতায় সকাল থেকেই হালকা কুয়াশা রয়েছে। পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। আজ দিনভর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে, উইকেন্ডে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে।
দক্ষিণবঙ্গেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা রয়েছে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আজ ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। রবিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
উত্তরবঙ্গেও হালকা কুয়াশার সম্ভাবনা। খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ।
আজ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামিকাল, রবিবার ঘন কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা।
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে।