Latest Weather Update Today: স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা, দু’দিনেই হাড়ে কতটা কাঁপুনি ধরবে, বলে দিল হাওয়া অফিস

Kolkata-West Bengal Weather Update on 14 November 2025: পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশ। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরের উপরে কোনও সিস্টেম নেই। শীতল পশ্চিমী হাওয়ার প্রভাবেই রাজ্যের তাপমাত্রা নেমেছে অনেকটাই। সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি।

Latest Weather Update Today: স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা, দুদিনেই হাড়ে কতটা কাঁপুনি ধরবে, বলে দিল হাওয়া অফিস
শীত আসতেই গুড়ে জাল দেওয়া হচ্ছে।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 14, 2025 | 12:39 PM

কলকাতা: আর জল্পনা-কল্পনা নয়। সত্যিই এসে গিয়েছে শীত (Winter)। কলকাতায় এখন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলায় লাগাতার পারাপতন হচ্ছে। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৪ ডিগ্রিতে। রাজ্যজুড়েই রয়েছে শীতের আমেজ। স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা।

পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশ। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরের উপরে কোনও সিস্টেম নেই। শীতল পশ্চিমী হাওয়ার প্রভাবেই রাজ্যের তাপমাত্রা নেমেছে অনেকটাই। সকালের দিকে সামান্য কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে থাকবে শীতের আমেজ। বেলা বাড়তে কিছুটা কমবে শীতের আমেজ।

আবহাওয়া অফিস বলছে, আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালী বাতাস বইবে দক্ষিণবঙ্গে কিছু জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে।

বর্তমানে  দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকায় সমুদ্রে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

কলকাতার আবহাওয়া-

কলকাতার রাতের তাপমাত্রা  এখনও ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রিরও বেশি নীচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪১ থেকে ৯১ শতাংশ।

আবহাওয়া অফিস বলছে, রাতে ও ভোরে শীতের আমেজ আরও একটু বাড়বে। তবে বেলায় শীতের আমেজ কমে যাবে। আগামী ৬-৭ দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া রয়েছে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী শনিবার পর্যন্ত। স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী শীতল ও শুষ্ক হাওয়ায় শীতের আমেজ থাকবে। রাতে শিশির এবং খুব সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে বাতাসের গতিপথ পরিবর্তন হতে পারে। সামান্য বাড়বে তাপমাত্রা।‌ মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিনটি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। স্বাভাবিকের নীচে যে তাপমাত্রা রয়েছে, তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে।

দক্ষিণে পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কমবে। বঙ্গোপসাগর থেকে পূবালী বাতাস ঢুকবে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে। এর সংমিশ্রণে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া-

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে নামবে। আগামী ৬-৭ দিন শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন নেই। রবিবার থেকে উত্তরবঙ্গের নিচের দিকের কিছু জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে।