Kolkata Woman Harassment: ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নামে ২ যুবতীকে ডান্সবারে নিয়ে গেল ৩ যুবক, গ্রেফতার অভিযুক্তরা

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 22, 2023 | 7:21 PM

Kolkata Woman Harassment: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম মহম্মদ ফায়জল, চাঁদ বাবু ও সুরজ কুমার। এদের মধ্যে ফায়জল উত্তর প্রদেশের বাসিন্দা। বাকি দু'জনের বাড়ি বিহারে। ধৃতদের আজ আদালতে তোলা হলে আগামী ৩০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Kolkata Woman Harassment: ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ দেওয়ার নামে ২ যুবতীকে ডান্সবারে নিয়ে গেল ৩ যুবক, গ্রেফতার অভিযুক্তরা
লালবাজার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভিন রাজ্যের দুই যুবতীকে কলকাতায় নিয়ে আসার অভিযোগ। তারপর তাদের ডান্সবারে নিয়ে গিয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার তিন যুবক। তাদের মধ্যে দু’জন বিহার ও একজন উত্তরপ্রদেশের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম মহম্মদ ফায়জল, চাঁদ বাবু ও সুরজ কুমার। এদের মধ্যে ফায়জল উত্তর প্রদেশের বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি বিহারে। ধৃতদের আজ আদালতে তোলা হলে আগামী ৩০ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কসবার রাজডাঙা মেইনরোডের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানেই ওই দুই যুবতীকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, যুবতীরা পঞ্জাবের বাসিন্দা। তাদের কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং সেল গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর,পঞ্জাব থেকে ওই দুই যুবতীকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ পাইয়ে দেওয়ার কথা বলে কলকতায় নিয়ে আসা হয় দিন দুয়েক আগে। অভিযোগ, দু’জনের কাছ থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকাও নেওয়া হয়। কলকাতায় নিয়ে আসার পর জোর পূর্বক ডান্সবারে কাজ করার জন্য চাপ তৈরি করা হয় বলে অভিযোগ। রাজি না হওয়ায় দুই যুবতীকে একটি ফ্ল্যাটে আটকে রাখা হয়। উদ্ধার করার পর তাঁদের দুজনকে হোমে পাঠানো হয়েছে।

Next Article