
কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হল! এক ধাক্কা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের পারাপতন কলকাতায়। সপ্তাহান্তে ফিরল শীতের আমেজ! ফের কী জাঁকিয়ে শীত? আবহাওয়া দফতর বলছে সে গুড়ে বালি। নতুন সপ্তাহ থেকেই ফের চড়বে পারা। পরের সপ্তাহেই পাকাপাকিভাবে রাজ্য থেকে বিদায় নিতে পারে শীত। এদিন সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশার ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলা, উত্তরবঙ্গের চার জেলাতে। বাকি জেলাতে খুব সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলেছে।
কুয়াশা থাকলেও মোটের উপর আপাতত শুষ্ক আবহাওয়াই থাকছে বাংলায়। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরইমধ্যে ৮ ফেব্রুয়ারি আবার ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
উত্তরবঙ্গের চার জেলাতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশের মধ্যে।