
কলকাতা: বাংলা থেকে ধীরে ধীরে নিম্নচাপ সরলেও এখনই বিরাম নেই বৃষ্টির। আবহাওয়া দফতর বলছেন, যে নিম্নচাপ তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা বর্তমানে দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছে। অনেকটাই শক্তিক্ষয়ও হয়েছে। শক্তি হারিয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আলিপুরের কর্তারা বলছেন, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি হারাবে নিম্নচাপ।
এদিকে লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই ডিভিসির উপরেও। একাধিক ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল। গোঁদের উপর বিষ ফোড়ার মতো বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। ডুবেছে রাস্তাঘাট। উদ্বেগ নাগরিক মহলে। এদিনই আবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে যান সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ব্যারেজের পলি তোলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন। তবে জল ছেড়েই চলেছে ডিভিসি। তাঁদের দাবি, সবই আগে জানানো হয়েছিল রাজ্যকে। এরইমধ্যে আবহাওয়াল দফতর দিচ্ছে আরও বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস বলছে, আগামী দু’দিন বৃষ্টির পরিমাণ বেশ খানিকটা কমবে। তবে তারপর থেকেই ফের তা বাড়বে। ২৩ ও ২৪ তারিখ সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে একাধিক জেলায়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। তবে কলকাতাতে শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২২ থেকে দাপট বাড়বে বৃষ্টির। ২৪ ও ২৫ তারিখ ভারী শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী এক সপ্তাহ কলকাতার আকাশ মেঘলাই থাকবে। ২৫ তারিখ উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। ২৫ তারিখ বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেই। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও। ভারী বৃষ্টি হাওড়া-হুগলিতেও। অন্যদিকে উত্তরবঙ্গেও ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে।