Coldest day: শেষ পর্যন্ত রেকর্ড হয়েই গেল, মরসুমের শীতলতম দিন কলকাতায়, কিন্তু সোমবারের পরেই ‘দুঃসংবাদ’

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Dec 15, 2024 | 10:08 AM

Coldest day: সোমবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে থাকবে পারদ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই কমবে ঠান্ডা। এদিনই সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস।

Coldest day: শেষ পর্যন্ত রেকর্ড হয়েই গেল, মরসুমের শীতলতম দিন কলকাতায়, কিন্তু সোমবারের পরেই দুঃসংবাদ
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: পাহাড়কে টক্কর দিচ্ছে পশ্চিমের জেলাগুলি। জমিয়ে শীত কলকাতাতেও। ১২.৫ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, রবিবার করে ফেলেছে নতুন রেকর্ড। পারাপতনের নিরিখে এদিনই মরসুমের শীতলতম দিন। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশের আশপাশে। আবহাওয়া দেখে শীতপ্রেমীরা খানিকটা খুশি হলেও হাওয়া অফিস বলছে এই দফায় তাপমাত্রা আর কমার আশা নেই। ঠান্ডার দাপটের নিরিখে দার্জিলিংয়ের সঙ্গে টক্কর দিচ্ছে পুরুলিয়া। এদিন দার্জিলিংয়ের তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৭ ডিগ্রি নীচে নামল পুরুলিয়ার তাপমাত্রা। শ্রীনিকেতনের তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবারের পর ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নিচে থাকবে পারদ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবেই কমবে ঠান্ডা। এদিনই সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকছে মূলত তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে সোম ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 

এই খবরটিও পড়ুন

পারাপতন যেমন চলছে তেমন কুয়াশার দাপটও চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সবথেকে বেশি কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা ধোঁয়াশা থাকছে। তবে সবথেকে বেশি কুয়াশার পরিমাণ বাড়বে সোমবার ও মঙ্গলবারে। 

Next Article