
কলকাতা: এবার কি খোলাখুলি কংগ্রেসের বিরোধিতার পথে নামল তৃণমূল কংগ্রেস? রাজ্যে রাজ্যে কংগ্রেস অবিজেপি দলগুলির ক্ষতি করছে বলে এদিন অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কংগ্রেস নিজে কিছু করতে পারবে না জেনেই অন্য সম্ভামনাময় বিজেপি বিরোধী দলগুলিকে বিব্রত করছে বলে এদিন মন্তব্য করেন কুণাল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সপা নেতা অখিলেশ যাদবের বৈঠকের ঠিক আগে তৃণমূল মুখপাত্রের এই খোলাখুলি কংগ্রেস বিরোধিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কুণাল ঘোষের কথায়, ‘অবিজেপি দলগুলির মধ্যে দেশে সবথেকে বড় গ্রহণযোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প শক্তির সমস্ত নেতা-নেত্রীরা তাঁকে শ্রদ্ধা করেন।’
উল্লেখ্য, আগামিকাল শহরে আসছেন সপা নেতা অখিলেশ যাদব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের অবস্থানের দিক থেকে যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও কুণাল ঘোষ বলেন, ‘আমরা কাউকে বলছি না কংগ্রেসকে বাদ দিয়ে চলতে। আমরা কাউকে বলিনি কংগ্রেসকে বাদ দিয়ে চলব। কিন্তু কংগ্রেস দিল্লিতে বলবে, বিজেপির বিরুদ্ধে লড়ার কথা। আর বাংলায় এসে বিজেপি আর সিপিএম-এর সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের বিরোধিতা করবে। কংগ্রেস আর সিপিএম বিজেপির দালালি করেছে। কংগ্রেস আর সিপিএম জোট করে ভোট কেটে বিজেপির হাত শক্ত করার চেষ্টা করেছে।’
বিজেপি বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের সদিচ্ছা কতটা রয়েছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন কুণাল ঘোষ। কংগ্রেস যে নিজেদের এলাকা ঘরে রাখতে পারছে না, সেই কথাও বুঝিয়ে দিয়েছেন। আর এমন অবস্থায় কংগ্রেস অবিজেপি অকংগ্রেসি দলগুলির ক্ষতি করার চেষ্টা করছে বলে অভিযোগ কুণালের। বললেন, ‘যেহেতু ওরা ব্যর্থ হচ্ছে, তাই ওরা অবিজেপি অকংগ্রেসি অন্য দলগুলিকে বিভিন্ন রাজ্যে ক্ষতি করার চেষ্টা করছে।’ তৃণমূল মুখপাত্রের ব্যাখ্যা, তৃণমূল নিজের মতো লড়াই চালিয়ে যাবে। পরবর্তীতে অবিজেপি শক্তিগুলি কাছাকাছি এলে মানুষ যেমন রায় দেবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে।