Kunal Ghosh: ‘কুণাল ঘোষ গিয়ে সিবিআই-এর সঙ্গে সেটেলমেন্ট করেছেন’, বিস্ফোরক তিলোত্তমার বাবা, জবাব দিলেন তৃণমূল মুখপাত্র

Kunal Ghosh: কুণাল লিখেছেন, " মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে?"

Kunal Ghosh:  কুণাল ঘোষ গিয়ে সিবিআই-এর সঙ্গে সেটেলমেন্ট করেছেন, বিস্ফোরক তিলোত্তমার বাবা, জবাব দিলেন তৃণমূল মুখপাত্র
কুণাল ঘোষ ও তিলোত্তমার বাবাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2025 | 3:13 PM

কলকাতা:  “সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছে।” বিস্ফোরক দাবি করেছেন তিলোত্তমার বাবা। এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের সামাজিক মাধ্যমে তিলোত্তমার বাবার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুললেন তিনি।


কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে সাংবাদিকদের দেওয়া তিলোত্তমার বাবার সাক্ষাৎকারের একটি ভিডিয়ো শেয়ার করে কুণাল লিখেছেন, ” মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে?”

তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে সিবিআই-এর দুটো মামলা চলছে। তিনিই আইনি লড়াইয়ে জড়িয়ে। তার মধ্যে তিনি কীভাবে ‘সেটেলমেন্ট’ করতে যাবেন? আর তাঁর আরও প্রশ্ন, সিবিআই-ও বা কীভাবে তা মানবে?

কুণাল লেখেন, “সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।”

উল্লেখ্য, প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। আদালতেও সেই বিষয়টি উল্লেখ করেছেন। এবার তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার টাকা খাইয়ে সিবিআই-এর সঙ্গে সমঝোতা করেছে। আর সেক্ষেত্রে মধ্যস্থতা করেছেন কুণাল ঘোষই।

তা নিয়েই বিস্ফোরক কুণাল। এর আগেও কুণাল তিলোত্তমার বাবা-মায়ের প্রতি সম্মান জানিয়েও বলেছেন, তাঁরা বিশেষ একটি রাজনৈতিক দলের কথা পদক্ষেপ করছেন। এবার সেই দাবি আরও জোরালভাবে প্রকাশ করলেন।