কলকাতা: আরজি কর আন্দোলনে যোগ দেওয়া শিল্পীদের বয়কটের ডাক তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর তীব্র আক্রমণ, মিথ্যা বিকৃত ময়না তদন্তের রিপোর্ট নিয়ে ‘নাটক’ করা হয়েছে। তৃণমূল আয়োজিত অনুষ্ঠানে এই সকল শিল্পীদের যেন দেখা না যায় হুঁশিয়ারি দিচ্ছেন কুণাল।
আরজি করের ঘটনার পর একাংশ শিল্পীদের পথে নামতে দেখা যায়। চিকিৎসকদের আন্দোলনে মিশে গিয়েছিলেন তাঁরা। এমনকী, ডাক্তাররা যখন অনশনে বসেছিলেন সেই সময়ও কয়েকজন শিল্পী প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন। এবার তাঁদের উদ্দেশ্যেই বার্তা গেল তৃণমূল নেতার। এ দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আরজি করের নিন্দা করেছে বলে বাদ একদম নয়। একশো শতাংশ নিন্দা করবেন। কেন করবেন না? যাঁরা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে-গালে জুতো মারো তালে-তালে কখনও বলছেন বাংলাদেশের মতো পালাতে হবে। মিথ্যা বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন। আমাদের দলের আয়োজিত কোনও অনুষ্ঠানে যেন তাঁদের দেখা না যায়। তৃণমূল কর্মীদের আবেগে আঘাত লাগছে।”
শুধু তাই নয়, তৃণমূলের রাজ্য সম্পাদকের বক্তব্য, শিল্পী তালিকা খতিয়ে দেখতে হবে। এমন কাউকে আনা যাবে না যাঁরা আরজি কর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেন, “দুমাস আগে বিপ্লব করেছেন। আর তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচ-গান করবেন ওসব এবার হবে না।” কুণাল এ দিন বুঝিয়ে দিয়েছেন ঠিক কাকে-কাকে বয়কট করতে হবে। তিনি বলেছেন, “বাদশা মৈত্রর কথা বলছি না। উনি সিপিএম সমর্থক। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ করছি না। যাঁদের মতাদর্শ তৃণমূলের সঙ্গে মেলে না তাঁদেরও কাজের অধিকার আছে। তবে যে কয়েকজন ইচ্ছাকৃত ভাবে, পরিকল্পিত ভাবে নিজেদের ধান্দায় আন্দোলন করেছেন তাঁদের বয়কট করুন।”