Kuntal Ghosh: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কুন্তলের ছবি! আরও এক অভিনেত্রী ED-র স্ক্যানারে

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 14, 2023 | 5:08 PM

Kuntal Ghosh: বনি-কুন্তল যোগ যে শুধুই ছবি তৈরি করার জন্য, তা মানতে পারছেন না গোয়েন্দারা।

Kuntal Ghosh: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কুন্তলের ছবি! আরও এক অভিনেত্রী ED-র স্ক্যানারে
কুন্তলের নেটওয়ার্কে কোন অভিনেত্রী সবথেকে বেশি সক্রিয়?

Follow Us

কলকাতা: শাসক দলে গুরুত্বপূর্ণ পদ আর পকেটে দুর্নীতির টাকা! এটাই শুধু কুন্তল ঘোষের (Kuntal Ghosh) পরিচয় নয়। টলিপাড়ায় আনাগোনা, অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিষয়টি ক্রমশ সামনে আসছে। কুন্তলের টলি-যোগ শুধুমাত্র বনি সেনগুপ্তেই (Bonny Sengupta) সীমাবদ্ধ নয়। সূত্রের খবর, সিনেমা বানাতে আস্ত প্রোডাকশন হাউস খুলে ফেলেছিলেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল। তাঁর প্রযোজনায় তৈরি একটি ছবি প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবেও। শুধু তাই নয়, বনির সঙ্গে প্রোডাকশন হাউস খোলার পরিকল্পনাও নাকি ছিল তাঁর। নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে ব্যবহার করা হয়েছিল কি না, ব্যবহার হলে তা কার কার পকেটে গিয়েছে, সে সবই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, প্রোডাকশন হাউস থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা, নানা পথে নিয়োগ দুর্নীতির কালো টাকা খরচ করেছেন কুন্তল। ‘নবকথা ইনিশিয়েটিভ’ নামে তিনি একটি প্রোডাকশন হাউস তৈরি করেছিলেন। ২৮ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় কুন্তল প্রযোজিত ছবি ‘স্পেয়ার কি।’ সেই ছবিতে অভিনয় করেন সৌরভ দাস, অনিন্দিতা বোস ও দর্শনা বনিক।

বনি সেনগুপ্তকে তলব করার পর অভিনেতা দাবি করেছিলেন, সিনেমায় কাজ করার জন্য কুন্তলের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু বনি-কুন্তল যোগ যে শুধুই ছবি তৈরি করার জন্য, তা মানতে পারছেন না গোয়েন্দারা। ইডি সূত্রের খবর বনি ও কুন্তল যৌথভাবে স্টুডিও তৈরির পরিকল্পনা করেছিলেন। স্টুডিও নিয়ে আর্থিক লেনদেনও হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

আরও জানা গিয়েছে, কুন্তলের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে টলিউডের একাধিক অভিনেতাকে। বনির পাশাপাশি গীতশ্রী রায় নামে এক অভিনেত্রীকেও দেখা গিয়েছিল। ২০২২ সালে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের এক সদস্যাও।

এছাড়া, এছাড়া কোভিডের সময় কুন্তল ঘোষ তৈরি করেছিলেন সবুজ সঙ্গী নামে স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার লেনদেন সংক্রান্ত তথ্যও খুঁজছে ইডি।

Next Article