Kuntal Ghosh: সায়নীকে ফ্ল্যাট দিয়েছিলেন? প্রশ্ন শুনে কী বললেন কুন্তল

Souvik Sarkar | Edited By: Sukla Bhattacharjee

Jul 07, 2023 | 9:00 PM

Kuntal-Sayani: সায়নী ঘোষের সঙ্গে টাকা লেনদেনের কথা অস্বীকার করলেও তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান করার কথা স্বীকার করেছেন কুন্তল। এপ্রসঙ্গে তাঁর দাবি, "দলের সূত্রেই তাঁকে (সায়নী ঘোষ) চিনি। তাঁর সঙ্গে সমাজসেবামূলক কাজ করেছি।"

Kuntal Ghosh: সায়নীকে ফ্ল্যাট দিয়েছিলেন? প্রশ্ন শুনে কী বললেন কুন্তল
সায়নী ঘোষ ও কুন্তল ঘোষ। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: রাজনৈতিক সূত্রেই পরিচয় হয়েছিল এবং দুজনে একসঙ্গে সমাজসেবামূলক কাজ করতেন। শুক্রবার সায়নী ঘোষের (Sayani Ghosh) সঙ্গে যোগ প্রসঙ্গে এমনই জানালেন নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। একইসঙ্গে সায়নীকে টাকা দেওয়ার কথাও অস্বীকার করেছেন কুন্তল। তাঁর পাল্টা দাবি, রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই সায়নীকে ইডি ডেকেছে। অন্যদিকে, এদিন কুন্তল ঘোষকে আরও এক মাসের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। কুন্তল ঘোষের সঙ্গে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষকেও ৭ অগস্ট পর্যন্ত জেল হেফাজত দেওয়া হয়েছে।

এদিন সকালে তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষের সঙ্গেই কুন্তল ঘোষকে আলিপুরে সিবিআই স্পেশাল জর্জ কোর্টে তোলা হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সায়নী ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের কথা অস্বীকার করেন। কুন্তলের দাবি, “আমার সঙ্গে কোনও ব্যাঙ্ক লেনদেন হয়নি। আমি কোনও টাকা দিইনি।” আবার সায়নীকে ফ্ল্যাট দেওয়ার কথা অস্বীকার করে কুন্তলের পাল্টা প্রশ্ন, “আমার নিজেরই থাকার ফ্ল্যাট নেই। আমি কী করে ফ্ল্যাট দেব?”

সায়নী ঘোষের সঙ্গে টাকা লেনদেনের কথা অস্বীকার করলেও তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান করার কথা স্বীকার করেছেন কুন্তল। এপ্রসঙ্গে তাঁর দাবি, “দলের সূত্রেই তাঁকে (সায়নী ঘোষ) চিনি। তাঁর সঙ্গে সমাজসেবামূলক কাজ করেছি।” তাহলে সায়নী ঘোষকে কেন ইডি ডাকল? প্রশ্ন করা হলে কুন্তলের সপাট জবাব, “পলিটিক্যালি হ্যারাসমেন্ট করার জন্য ইডি ডেকেছে।”

প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে যোগসাজশ এবং হঠাৎ করে অতিরিক্ত সম্পত্তির মালিক হয়ে যাওয়ার উৎস খুঁজতে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে তলব করেছিল ইডি। গত ৩০ জুনই ৪৮ ঘণ্টার নোটিসে ইডি দফতরে হাজিরা দেন সায়নী। তারপর গোয়েন্দাদের কাছে তিনি কুন্তলের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেন। রাজনৈতিক কারণেই তাঁর সঙ্গে কুন্তলের পরিচয় হয়েছিল বলে জানিয়েছেন সায়নী। তাঁর ফ্ল্যাট কেনার টাকার উৎস নিয়েও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। সায়নী অনেক প্রশ্নে নিরুত্তরই থেকেছেন বলে সূত্রের খবর।

Next Article