কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বারবার পড়তে হয়েছে রাজ্যকে। এই আবহের মধ্যেই এবার সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। এবার থেকে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে প্রশিক্ষণ। একুশ দিনের নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রথম দফায় আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ শিবির। প্রথম দফায় ১৬০ জন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৮ অক্টোবরের মধ্যে এই প্রথম দফার নামের তালিক জমা করতে হবে বলেই লালবাজার সূত্রে খবর। ধাপে ধাপে সকলেরই প্রশিক্ষণ হবে। এই মর্মে নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের আবহে বারে বারে প্রশ্নের মুখে পড়েছে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা। এই ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিকেরই। এরপরও গোটা রাজ্য থেকে একাধিকবার সিভিক ভলান্টিয়াদের বিরুদ্ধে উঠছে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। এমনকী, সুপ্রিম কোর্ট এও নির্দেশ দিয়েছে হাসপাতাল ও স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা চলবে না। ফলত, বারংবার সিভিক ভূমিকা প্রশ্নের মুখে পড়ায় এবার তাঁদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নিল প্রশাসন বলেই মনে করছে রাজনৈতিক মহল।