Lalbazar: শহরে মিটিং-মিছিলে লালবাজারের কড়া ‘কন্ট্রোল’, আবেদন করলেই আর নয় অনুমতি

Lalbazar: সাম্প্রতিককালে আরজি কর আন্দোলন থেকে যাদবপুর, একাধিক ক্ষেত্রে বড় মিছিল নিয়ে চাপের মুখে পড়তে হয়েছে পুলিশকে। অনুমতি নিয়ে চলেছে টানাপোড়েন।

Lalbazar: শহরে মিটিং-মিছিলে লালবাজারের কড়া ‘কন্ট্রোল’, আবেদন করলেই আর নয় অনুমতি
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 17, 2025 | 7:57 PM

কলকাতা: এবার থেকে শহরে সব বড় জমায়েতের ক্ষেত্রে পুলিশের দ্রুত ‘অনুমতি’ নয়! শহরের মিটিং-মিছিলের ক্ষেত্রে ‘নিয়ন্ত্রণ’ আনছে লালবাজার। মিটিং, মিছিলের জন্য কারা অনুমতি চাইছেন, কত জমায়েত হবে, কোথা থেকে লোকজন আসছে, কী সাব্জেক্ট, সবকিছু যাচাই করা হবে আগে থেকে। অনুমতি দেওয়ার ক্ষেত্রে ‘কেস টু কেস’ ভ্যারি করবে। অর্থাৎ মিটিং-মিছিলের ‘চরিত্রের’ উপর নির্ভর করছে ‘অনুমতি’। 

পুলিশ কমিশনার জানান, সম্প্রতি একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে জমায়েতের পর পরিস্থিতি আয়োজকদের নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। অনেক ক্ষেত্রে অনুমতি না নিয়েই জমায়েত করা হয়েছে। তাই আগামীতে অশান্তি এড়াতে বিশেষ ভাবে সতর্ক লালবাজার।  

প্রসঙ্গত, সাম্প্রতিককালে আরজি কর আন্দোলন থেকে যাদবপুর, একাধিক ক্ষেত্রে বড় মিছিল নিয়ে চাপের মুখে পড়তে হয়েছে পুলিশকে। অনুমতি নিয়ে চলেছে টানাপোড়েন। কিছু ক্ষেত্রে জল গড়ায় আদালতেও। রাম নবমীর মিছিলের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল পুলিশকে। এবার আরও কড়া পুলিশ।