কলকাতা: কখনও রোদ। কখনও মেঘলা আকাশ। বিক্ষিপ্ত ভাবে বর্ষার বৃষ্টি হয়েই চলেছে। আগামী কয়েকদিনও একই পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার জন্য দক্ষিণ বঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া,ঝাড়গ্রামে রবিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে বলে খবর।
আগামী ৩ দিন কোথায়-কোথায় বৃষ্টি?
২৯ অগস্ট: ২৯ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
৩০ অগস্ট: দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার মধ্যে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরে। রয়েছে বজ্রপাতের সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ও বাকি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
৩১ অগস্ট: দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টি হবে।