West Bengal COVID: মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর, বাংলার করোনা পরিস্থিতি এখন কেমন?

Sourav Dutta | Edited By: Soumya Saha

Apr 24, 2023 | 11:11 PM

COVID 19: সোমবারের হিসেব অনুযায়ী রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৪৩৫ জন। যদিও খুব কম মানুষকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সোমবারের হিসেব বলছে, রাজ্যে মাত্র ৭০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

West Bengal COVID: মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর, বাংলার করোনা পরিস্থিতি এখন কেমন?
করোনার আপডেট

Follow Us

কলকাতা: দিল্লিতে করোনা (Delhi COVID 19) পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ বেড়েছে। দেশব্যাপী সংক্রমণ পরিস্থিতি কোন দিকে, তার উপর সজাগ নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক। বাংলাতে যাতে করোনা আবার উদ্বেগের (West Bengal COVID Cases) কোনও পরিস্থিতি তৈরি না করে, তার জন্য সজাগ দৃষ্টি রাখছে স্বাস্থ্য দফতরও (Health Department)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) রাজ্যবাসীকে সম্প্রতি সতর্ক করে দিয়েছেন। মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩০ জন। রাজ্যে বর্তমানে করোনার পজিটিভিটি রেট রয়েছে ১৮.৯৫ শতাংশ। সোমবারের হিসেব অনুযায়ী রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৪৩৫ জন। যদিও খুব কম মানুষকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সোমবারের হিসেব বলছে, রাজ্যে মাত্র ৭০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

রাজ্যে করোনা পরিস্থিতি কেমন?

উল্লেখ্য, রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যে কেসগুলি আসছে সেগুলি বেশিরভাগই মাইল্ড। এ রাজ্যের স্বাস্থ্য দফতর যে আগেভাগে সবরকম প্রস্তুতি সেরে নিয়েছে, সেই কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন,  রাজ্যে ৩০ হাজার ইমারজেন্সি বেড প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি আরও ৪ হাজার সিসিইউ-এইচডিইউ বেডও রয়েছে। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, ‘ভিড়ের মধ্যে গেলে একটু মাস্ক ব্যবহার করুন। গরম বাড়লে, রোগের প্রাচুর্যও বাড়ে। রোগ তখন পরিক্রমা করে বেড়ায়। তাই বেশি ভিড়ে গেলে এই দুই তিন মাস একটু স্যানিটাইজ করুন এবং মাস্ক ব্যবহার করুন।’

প্রসঙ্গত, দিল্লির করোনা পরিস্থিতিও এদিন কিছুটা কমেছে। রাজধানীর পরিসংখ্যান বলছে, সোমবার ৬৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় প্রায় ৩৮ শতাংশ কম। দিল্লির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সেখানে বর্তমানে করোনা পজিটিভিটি রেট ২৯.৪ শতাংশ। সেই তুলনায় বাংলার সামগ্রিক করোনা-চিত্র অনেকটাই স্বস্তির।

 

Next Article