DA Case: সোমবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা

Sudeshna Ghoshal | Edited By: Soumya Saha

Apr 23, 2023 | 2:11 PM

DA Case: শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সোমবার বিচারপতি জে বি পারদিওয়ালা আদালতে উপস্থিত থাকবেন না। সেক্ষেত্রে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চের মামলাগুলির শুনানি হবে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে।

DA Case: সোমবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা
সুপ্রিম কোর্ট

Follow Us

নয়া দিল্লি ও কলকাতা: রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার (DA Case) সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানির দিন স্থির রয়েছে সোমবার (২৪ এপ্রিল)। কিন্তু সোমবারও মামলাটির শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সোমবার বিচারপতি জে বি পারদিওয়ালা আদালতে উপস্থিত থাকবেন না। সেক্ষেত্রে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি দীনেশ মহেশ্বরীর বেঞ্চের মামলাগুলির শুনানি হবে বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। তবে আংশিক শুনানি হয়ে যাওয়া মামলা এবং যে মামলাগুলির ক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনও নির্দেশ দেওয়া রয়েছে, সেগুলির শুনানি হবে না ওই বেঞ্চে। সেই কথাও বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, রাজ্যের ডিএ সংক্রান্ত মামলাটিও সোমবার বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে ওঠার কথা ছিল। অতীতে রাজ্যের ডিএ সংক্রান্ত এই মামলা থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সেক্ষেত্রে যেহেতু ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আংশিক শুনানি হয়ে যাওয়া মামলা এবং যে মামলাগুলির ক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনও নির্দেশ দেওয়া রয়েছে, সেগুলি বিচারপতি দীনেশ মহেশ্বরি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে শুনানি হবে না বলে উল্লেখ রয়েছে, তাই রাজ্যের ডিএ মামলাটিও সোমবার শুনানি নাও হতে পারে বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ। আইনজীবী মহলের মতে, যেহেতু আগেই বিচারপতি দত্ত মামলাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন, সেক্ষেত্রে তিনি এই মামলাটি নাও শুনতে পারেন।

কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘অতীব দুঃখের বিষয় আগামী সোমবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার সব ব‍্যবস্থা হয়ে যাওয়ার পর, কিছুক্ষন আগে জানা গেল ডিএ মামলাটি ২৪ এপ্রিল হচ্ছে না। ওইদিন মেনশন হিয়ারিং করে পরবর্তী তারিখের জন‍্য প্রার্থণা জানানো হবে।’

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে রাজ্যের ডিএ মামলার শুনানি। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি পারদিওয়ালা ওইদিন আদালতে উপস্থিত না থাকায় সোমবার শুনানি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Next Article
Tiljala Oil Tanker Accident: তিলজলায় নিম তেলের ট্যাঙ্কারে ডুবে মৃত্যু দুই শ্রমিকের
Weather: সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি, আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায়